আজকাল ওয়েবডেস্ক: সংসদে হামলা এবং স্মোক ক্যান কান্ডের অন্যতমন মূলচক্রী ললিত ঝা"র দ্বিতীয় বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। কলকাতার বাগুইআটির হেলাবটতলার পালপাড়ায় প্রায় তিন বছর ধরে মা বাবা ও ভাইকে নিয়ে ভাড়া থাকত ললিত। সংসদ হামলার ঘটনার পর থেকেই চর্চায় ললিত এবং ললিতের সঙ্গেই এই ঘটনায় বাংলা যোগের তথ্য উঠে এসেছে। ললিতের খোঁজ করতে গিয়েই জানা যায়, বড়বাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত ললিত। শুক্রবার সকালে জানা গিয়েছে, বড়বাজার এলাকা ছাড়াও আরও একটি ঠিকানা রয়েছে ললিতের এই খাস কলকাতার বুকেই। তবে এই মুহূর্তে সেখানে তার পরিবারের কেউ নেই। প্রতিবেশীদের দাবি, ১০ ডিসেম্বর ললিতের মা–বাবা ও ভাই বাড়ি ছেড়ে চলে যায়। বিহার যাচ্ছেন, এমনটাই জানিয়ে গিয়েছিলেন ললিতের মা, বাবা। তবে সেইসময় ললিত ওই বাড়িতেই ছিল। পরে ললিতও বাড়ি ছাড়ে। অর্থাৎ প্রতিবেশীদের বক্তব্য অনুসারে ১৩ তারিখে সংসদে হামলার আগে ১০ তারিখেও কলকাতাতেই ছিল সে। তারপরে সোজা দিল্লিতে যায়, নাকি মাঝে গিয়েছিল অন্য কোথাও, পুলিশ তদন্ত চালাচ্ছে সেই বিষয়ে। ললিতের প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁরা জানতেন ললিত পেশায় শিক্ষক। অন্যদিকে জানা গিয়েছে, ললিতের দাদা বড়বাজারের একটি দোকানে কাজ করেন। তিনি এই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন বলেই জানিয়েছেন। সঙ্গেই বলেছে, ললিত ইস্যুতে ইতিমধ্যেই রীতিমত জেরবার এবং হয়রানির শিকার তিনি। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত অধরা ছিল মূল চক্রী ললিত ঝা। বৃহস্পতিবার বেশি রাতে কর্তব্যপথ থানায় গিয়ে ললিত আত্মসমর্পণ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ললিতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুত্রের খবর দিল্লি পুলিশের ধারণা, ইতিমধ্যেই তথ্য লোপাটের জন্য বহু নথি, মোবাইল ফোন পুড়িয়ে ফেলেছে ললিত।
