আজকাল ওয়েবডেস্ক : ভারতে গাড়ির বাজার ধরতে এবার আসরে নামছে ইলন মাস্কের টেসলা। তাদেরকে ইমপোর্ট ডিউটি কমানো হচ্ছে ২০ শতাংশ। ফলে ভারতের বাজারে অন্য গাড়ির সঙ্গে সমানভাবে এবার টেক্কা দেবে টেসলা। টেসলার গাড়ির দাম হতে পারে প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা।
মার্কিন যুক্তরাষ্ট্রে টেসলার যে মডেল থ্রি চলছে তার দাম সেখানে ৩০ লক্ষ টাকা। সেখান থেকে ভারতে তার ইমপোর্ট ডিউটি হবে ১৫ থেকে ২০ শতাংশ। এর উপর রোড ট্যাক্স এবং ইনস্যুরেন্স জারি করা হবে। সেখানে এই গাড়ির দাম ভারতের বাজারে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা হবে।
যদি টেসলা মডেল থ্রি গাড়ির দাম ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ায় তাহলে সেখানে ভারতীয় মডেলের গাড়ির প্রতিষ্ঠানগুলি অনেকটাই চাপে পড়ে যাবে। মাহিন্দ্রা, হুন্ডাই, মারুতি সুজুকির মতো কোম্পানিগুলি বাজার ধরতে তখন নতুন কায়দা বের করবে। টেসলা যদি ভারতে গাড়ির দাম ২৫ লাখ বা তার থেকে কমিয়ে দেয় তাহলে সেখানে ভারতের গাড়ির বাজারের শেয়ারের দর আরও খানিকটা পড়ে যাবে। সেখানে বাজারে বিরাট ক্ষতির সামনে পড়তে পারে তারা।
যদিও অনেকেই মনে করছেন টেসলা যদি ভারতের বাজারে গাড়ি নিয়ে আসে তাহলেও সেখানে ভারতের গাড়ির বাজারে খুব একটা সমস্যা তৈরি হবে না। ভারত সেখানে চিন, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অনেকটা এগিয়ে থাকে। আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে চলে আসবে টেসলার গাড়ি। প্রথম ধাপে এই গাড়ি দিল্লি এবং মুম্বইতে পাওয়া যাবে। ভারতে ইতিমধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু করে দিয়েছে টেসলা। ভারতের বাজারে কাজ করতে হলে ভারতীয়দের সঙ্গে রাখাই বেশি নিরাপদ বলে মনে করছে টেসলা।
টেসলার আরও একটি পরিকল্পনা রয়েছে। তারা তাদের গাড়ি তৈরির কারখানা তৈরি করবে ভারতেই। ফলে সেখানে ভারতের বাজার ধরতে তাদের অনেক বেশি সুবিধা হবে। গাড়ির দামও সেখানে অনেকটা কম হবে। ভারতের বাজারে বিদ্যুৎচালিত গাড়ির বাজার বেশি করে তৈরি করাই টেসলার প্রধান টার্গেট। যদি গাড়ির ব্যবসায় টেসলা এখানে নিজের শক্ত জমি করতে পারেন তাহলে তারা সেখান থেকে কম দামে বাইক তৈরির দিকেও নজর দেবে। এবার দেখার ভারতীয় গ্রাহকরা টেসলার গাড়িকে কতটা নিজেদের করে নেয়। তার উপরই নির্ভর করবে ভারতে টেসলার ভাগ্য।
