আজকাল ওয়েবডেস্ক: স্কুলে ঢোকার মুখেই মুহূর্তে বদলে গেল সব। আচমকা বুকে ব্যথা, লুটিয়ে পড়ল কিশোরী। তৎক্ষণাৎ স্কুলের শিক্ষক-সহ অন্যরা এগিয়ে এলেও সব শেষ মুহূর্তেই। 

তেলেঙ্গানার কামারেডি জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বছর ১৬’র শ্রী নিধি, রামারেডি মণ্ডলের সিঙ্গারায়াপল্লী গ্রামের বাসিন্দা। বেসরকারি এল স্কুলে পড়াশোনার জন্য কামারেডিতে বসবাস করত।

অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবারও স্কুলে যাচ্ছিল দশম শ্রেণির পড়ুয়া। স্কুলে ঢোকার মুখেই আচমকা বুকে ব্যথা অনুভব করে, লুটিয়ে পড়ে। ছাত্রীকে এই অবস্থায় দেখে তৎক্ষণাৎ ছুটে যান স্কুলের এক কর্মী। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক পরীক্ষা করে সাড়া না পাওয়ায় তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। সেখানেই জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শ্রী নিধির। ঘটনায় শোকের ছায়া সহপাঠী, শিক্ষকদের মধ্যে। 

শ্রী’র মৃত্যুতে ফের উঠে আসছে মোহিতের কথা। ১৪ বছরের মোহিত চৌধুরী। ষষ্ঠ শ্রেণির পড়ুয়া স্কুলের বার্ষিক খেলা প্রতিযোগীতার প্রস্তুতির সময়েই হৃদরোগে আক্রান্ত হয়। মৃত্যু হয় তার। ঘটনা আলিগড়ের। ওই একই জেলার আট বছরের দীক্ষা, বন্ধুদের সঙ্গে খালার সময়, হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।