মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Naorem Mahesh scores in derby spt

খেলা | 'এখন মাঝমাঠে খেলতে হয়, গোল থেকে দূরে সরে গিয়েছিলাম', সাড়ে দশ মাস পরে গোল করে বললেন মহেশ

KM | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৫Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে লাল কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয় সাক্ষাতে সেই নাওরেম মহেশ গোল করেন।

গত বছরের ৩ এপ্রিল ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে শেষ গোল করেছিলেন মহেশ। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। সেই গোলের প্রায় সাড়ে দশ মাস পরে গোল পেয়ে খুশি মহেশ। ডার্বির পরে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া টিমকে তিনি বলেন, ''নিজের গোলের জন্য এবং দলের জয়ের জন্য আমি খুশি। কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেলাম। সেরা ছয়ের দৌড়ে আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। সমর্থকদের সমর্থন ছাড়া এই জয় সম্ভব ছিল না। আজ মহমেডানের সমর্থকেরাও অনেকে মাঠে এসেছিল। সবাইকে ধন্যবাদ।'' 

শুধু গোলে ফেরাই নয়, ম্যাচের সেরাও হন মহেশ। গোল থেকে দূরে সরে গিয়েছিলেন মহেশ। ম্যাচের শেষে এক সাক্ষাৎকারে মহেশকে বলতে শোনা গিয়েছে,''প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স ভাল হয়েছে। দ্বিতীয়ার্ধে ওরা ম্যাচে ফেরে। ফলে আমাদের একটু অসুবিধায় পড়তে হয়। সল ক্রেসপো, ডেভিড মাঠে নামার পরে যখন গোল করে, তখন আমাদের তিন পয়েন্ট সুরক্ষিত হয়।'' 

গত আইএসএলে চারটি গোল করেছিলেন মহেশ। দুটিতে অ্যাসিস্ট করেন। দীর্ঘদিন পরে গোল পাওয়া নিয়ে নাওরেম মহেশ বলেন, ''এখন আমাকে বেশিরভাগই মাঝমাঠে খেলতে হয়। ফলে গোল থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। এই ম্যাচে আমি ১০-১৫ মিনিট উইংয়ে খেলেছিলাম। তাই গোলটা পেলাম।'' 

সল ক্রেসপোর গোলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন মহেশ। তাঁর মতে, সল যখন মাঠে আসে, তখন মহমেডান আধিপত্য বিস্তার করছিল এবং আমরা ওদের বক্সের কাছে পৌঁছতে পারছিলাম না। তবে আমাদের ম্যাচটা শেষ করতে আরও গোল দরকার ছিল। কারণ, এক গোলে এগিয়ে থাকা অবস্থায় ওরা আমাদের চাপে ফেলার চেষ্টা করে। সেই সময় সল গোল করায় আমরা অনেকটা এগিয়ে যাই। তাও ওরা গোল করে ফের ম্যাচে ফেরার চেষ্টা করে, যা ডেভিডের গোলের পরে আর ওদের পক্ষে সম্ভব হয়নি।'' 

সেরা ছয়ে থাকার সম্ভাবনা ক্ষীণ ইস্টবেঙ্গলের। এই প্রসঙ্গে মহেশ বলছেন, ''প্লে অফে ওঠার সম্ভাবনা আমাদের আছে। তবে পুরোটাই আমাদের হাতে নেই। আমরা তো বাকি সব ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব। তবে সেরা ছয়ে থাকা দলগুলো পয়েন্ট না খোয়ালে, আমাদের পক্ষে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। তবে আমাদের যথাসাধ্য চেষ্টা করতেই হবে।'' 


NaoremMaheshEastBengalMohammedanSporting

নানান খবর

নানান খবর

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

মোহনবাগানে রবসন! নেইমারের বিরুদ্ধে খেলা তারকার ঠিকানা হতে চলেছে কলকাতা

রোনাল্ডোর রোগে আক্রান্ত মেসি, ভক্তের উস্কানিতে পা দিয়ে মেজাজ হারালেন আর্জেন্টাইন মহাতারকা

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে?‌ শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া

সোশ্যাল মিডিয়া