শুক্রবার ২১ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে লাল কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয় সাক্ষাতে সেই নাওরেম মহেশ গোল করেন।
গত বছরের ৩ এপ্রিল ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে শেষ গোল করেছিলেন মহেশ। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। সেই গোলের প্রায় সাড়ে দশ মাস পরে গোল পেয়ে খুশি মহেশ। ডার্বির পরে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া টিমকে তিনি বলেন, ''নিজের গোলের জন্য এবং দলের জয়ের জন্য আমি খুশি। কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেলাম। সেরা ছয়ের দৌড়ে আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। সমর্থকদের সমর্থন ছাড়া এই জয় সম্ভব ছিল না। আজ মহমেডানের সমর্থকেরাও অনেকে মাঠে এসেছিল। সবাইকে ধন্যবাদ।''
শুধু গোলে ফেরাই নয়, ম্যাচের সেরাও হন মহেশ। গোল থেকে দূরে সরে গিয়েছিলেন মহেশ। ম্যাচের শেষে এক সাক্ষাৎকারে মহেশকে বলতে শোনা গিয়েছে,''প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স ভাল হয়েছে। দ্বিতীয়ার্ধে ওরা ম্যাচে ফেরে। ফলে আমাদের একটু অসুবিধায় পড়তে হয়। সল ক্রেসপো, ডেভিড মাঠে নামার পরে যখন গোল করে, তখন আমাদের তিন পয়েন্ট সুরক্ষিত হয়।''
গত আইএসএলে চারটি গোল করেছিলেন মহেশ। দুটিতে অ্যাসিস্ট করেন। দীর্ঘদিন পরে গোল পাওয়া নিয়ে নাওরেম মহেশ বলেন, ''এখন আমাকে বেশিরভাগই মাঝমাঠে খেলতে হয়। ফলে গোল থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। এই ম্যাচে আমি ১০-১৫ মিনিট উইংয়ে খেলেছিলাম। তাই গোলটা পেলাম।''
সল ক্রেসপোর গোলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন মহেশ। তাঁর মতে, সল যখন মাঠে আসে, তখন মহমেডান আধিপত্য বিস্তার করছিল এবং আমরা ওদের বক্সের কাছে পৌঁছতে পারছিলাম না। তবে আমাদের ম্যাচটা শেষ করতে আরও গোল দরকার ছিল। কারণ, এক গোলে এগিয়ে থাকা অবস্থায় ওরা আমাদের চাপে ফেলার চেষ্টা করে। সেই সময় সল গোল করায় আমরা অনেকটা এগিয়ে যাই। তাও ওরা গোল করে ফের ম্যাচে ফেরার চেষ্টা করে, যা ডেভিডের গোলের পরে আর ওদের পক্ষে সম্ভব হয়নি।''
সেরা ছয়ে থাকার সম্ভাবনা ক্ষীণ ইস্টবেঙ্গলের। এই প্রসঙ্গে মহেশ বলছেন, ''প্লে অফে ওঠার সম্ভাবনা আমাদের আছে। তবে পুরোটাই আমাদের হাতে নেই। আমরা তো বাকি সব ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব। তবে সেরা ছয়ে থাকা দলগুলো পয়েন্ট না খোয়ালে, আমাদের পক্ষে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। তবে আমাদের যথাসাধ্য চেষ্টা করতেই হবে।''
নানান খবর

নানান খবর

নিলামে অবিক্রিত ছিলেন, টুর্নামেন্ট শুরুর আগেই সুখবর, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক যুক্ত হলেন আইপিএলের সঙ্গে

রোনাল্ডোর সামনেই ‘সিউউউউ’, পর্তুগালকে হারিয়ে ফ্যানবয় মোমেন্ট ব়্যাসমুস হল্যান্ডের

বিবাহ বিচ্ছেদের শুনানির আগে পাপারাজ্জিদের ওপর চটলেন চাহালের স্ত্রী, দিলেন ধমক

অবশেষে মিটল বিতর্ক, আগামী অলিম্পিকে দেখা যাবে এই বিশেষ খেলাটি, অনুমোদন দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

ফের এনসিএ-তে ছুটলেন বুমরা, মাথায় হাত মুম্বই ইন্ডিয়ান্সের, এল মেগা আপডেট

ভারতীয় ফুটবলে নবজোয়ার, টেকনো ইন্ডিয়ার সঙ্গে নয়া চুক্তি হতে চলেছে ম্যান সিটির, উপস্থিত থাকতে পারেন মমতাও

মেলবোর্নে শতরানের পরেই বিরাট কোহলিকে খুঁজছিলেন নীতীশ রেড্ডি! কিন্তু কেন? নিজেই ফাঁস করলেন রহস্য

জামায় এ কী লিখে ঘুরছেন চাহাল! বিবাহবিচ্ছেদের মধ্যেই ভাইরাল ভিডিও

'সবাই আমার মতো ব্যাটিং করতে চায়', পাক ক্রিকেট দলকে তীব্র আক্রমণ আফ্রিদির

প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের ছাড়পত্র জোগাড় করল জাপান

করোনা অতিমারীর সময়ে নিষিদ্ধ হয়েছিল, আইপিএলে চালু হতে পারে এই নিয়ম

সমস্যা পিছু ছাড়ছে না আর্জেন্টিনার, এবার অনিশ্চিত এই তারকাও

নিজের ব্যাটিং পজিশন নিয়ে খুল্লমখুল্লা সুনীল নারিন, কত নম্বরে ব্যাট করবেন এবার?

সুনীল এলেন, দেখলেন এবং গোল করলেন, প্রত্যাবর্তনের ম্যাচে জয়ের পাসওয়ার্ড খুঁজে দিলেন মানোলোকে

দুয়ারে কড়া নাড়ছে আইপিএল, বুমরাকে ছাড়াই কি মেগা টুর্নামেন্ট?