
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শেষ তিন ম্যাচে হারের হ্যাটট্রিক। হেড কোচ পাড়ি দিয়েছেন রাশিয়ায়। কয়েকদিন আগে ঘরের মাঠে মোহনবাগানের কাছে দুরমুশ হয়েছে। ১৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের লাস্ট বয় মহমেডান। রবিবারের ডার্বি জৌলুসহীন। শুধুমাত্র নামেই ডার্বি। আদতে ১১ বনাম ১৩ নম্বর দলের লড়াই। রবিবাসরীয় যুবভারতী হয়তো মাছি মারবে। তবে বিষয়টিকে তেমনভাবে দেখছেন না মেহরাজউদ্দিন ওয়াডু। এমন পরিস্থিতিতেও মহমেডানের হেড কোচের কাছে ডার্বির গুরুত্ব অপরিসীম। অস্কারের মতো মেহরাজের কাছেও সম্মানের লড়াই। রবিবার জিতে ফ্যান, পরিবার, ক্লাবের সদস্য সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান সাদা কালো ব্রিগেডের সহকারী কোচ। মেহরাজ বলেন, 'ডার্বি ক্লাবের সঙ্গে যারা জড়িত, সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা প্রাণ দিয়ে খেলব। আমরা ডার্বি হিসেবেই নিচ্ছি। টেবিলের কোন পজিশনে আছি সেটা গুরুত্বপূর্ণ নয়। ফ্যান, পরিবারের সদস্য, ক্লাব সদস্য সমর্থকদের জন্য এটা সম্মানের লড়াই। তাই অন্যান্য ডার্বির মতোই আমরা লড়াই করব।'
প্রথম থেকেই গোল করার সমস্যায় ভুগতে হচ্ছে মহমেডানকে। মার্কের অন্তর্ভুক্তিতে বাকি ম্যাচে কিছুটা আশার আলো দেখছেন মেহরাজ। তবে জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গলের মতো দলের বিরুদ্ধে গোল করা কঠিন। আইএসএলের প্রথম পর্বে ন'জনের ইস্টবেঙ্গলকে পেয়েও গোল করতে ব্যর্থ হয় মহমেডান। এবারও যে খুব সহজ হবে না, সেটা জানিয়ে রাখলেন আন্দ্রে চের্নিশভের ডেপুটি। তারওপর রক্ষণে সমস্যা। মোহনবাগানের বিরুদ্ধে শুরুতেই জোড়া গোল হজম করে সাদা কালো ব্রিগেড। তবে সেই ম্যাচের ইতিবাচক দিক ধরে এগোতে চান মহমেডানের সহকারী কোচ। মেহরাজ বলেন, 'আমরা মোহনবাগান ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। ওরা শক্তিশালী দল। একাধিক ভাল প্লেয়ার আছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা দশজনে হয়ে যাওয়ার পর মাত্র একটা গোল খেয়েছি। এটা ইতিবাচক দিক।' সাধারণত ৭০ মিনিটের পর গোল হজম করছে মহমেডান। মেহরাজ জানালেন, ম্যাচের একটা নির্দিষ্ট সময়ের পর মনোসংযোগ হারাচ্ছে প্লেয়াররা। সেই কারণেই শেষদিকে গোল হজম করতে হচ্ছে। নব্বই মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখার বার্তা দিলেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল না খাওয়া তাঁদের স্ট্র্যাটেজি। সেক্ষেত্রে শেষ মিনিট পর্যন্ত জয়ের সম্ভাবনা থাকবে। কার্ডের জন্য কাসিমভকে পাবে না মহমেডান। যা সাদা কালো শিবিরের কাছে বড় ধাক্কা। তিনিই দলের ইঞ্জিন। তাঁর না থাকা বড় ক্ষতি। চোটের জন্য নেই আদিঙ্কা, জোসেফও। তবে সব প্রতিকূলতা উপেক্ষা করে, জয়ের জন্যই নামবে মহমেডান।
ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?
টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?
দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ! কেন? বাদ পড়লেন সামিও
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর