শুক্রবার ২১ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৮Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: আনকোরা শিল্পীদের শিল্পসত্ত্বার পরিস্ফুরণের লক্ষ্য নিয়ে এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত চারুকলা পর্ষদ। শেষ হল পাঁচ দিনের আবাসিক কর্মশালা। হুগলি জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
ছবি আঁকা, মূর্তি গড়ার ক্ষেত্রে আনকোরা শিল্পীদের ভুলত্রুটি শুধরে পূর্ণতা এনে দেওয়া হয় এখানে। প্রত্যেকেই ছবি আঁকতে, মূর্তি গড়তে পারতেন। কিন্তু সেই মূর্তি তৈরির ক্ষেত্রে ভুলত্রুটি শুধরে দেওয়ার লোক ছিল না। নিজেদের শিল্পী হওয়ার স্বপ্নগুলো এতদিন নিজেদের মধ্যে রেখেই চলছিলেন আগামীর চিত্রকররা। আঁকছিলেন ভালই, কিন্তু ভুলত্রুটি থেকেই যাচ্ছিল। সেই ভুলগুলো ধরিয়ে দিলেই শিল্পীর বড় শিল্পী হওয়ার রাস্তা মসৃণ করে দেওয়া হল।
আয়োজিত চারুকলা শিবিরে যোগ দিয়ে ছিলেন আসানশোল, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এবং হুগলির প্রায় ৫০ জন শিক্ষার্থী। আবাসিক হিসেবে শিবিরে চূড়ান্তভাবে মনোনীত হন ২৩ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের অতিথি নিবাস 'আলো'তে। চলতি মাসের ১১ থেকে ১৫ পাঁচদিনের এই কর্মশালার দায়িত্বে ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী হারিট বসু। এছাড়াও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন বিশিষ্ট চিত্রকর অভিজিৎ মিত্র, সোমনাথ চক্রবর্তী, সজল কান্তি মিত্রের মত বিশিষ্ট চিত্রশিল্পীরা।
শিল্পীদের জল রং, এক্রোলিকের উপর কাজ শেখানো হয়। ঘরের ভিতর কর্মশালায় ভাবানায় ছবি আঁকা শেখেনো হয়। একইসঙ্গে চন্দননগর গঙ্গার তীরবর্তী স্ট্যান্ডের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের হাতেকলমে বাস্তব ছবি আঁকার তালিমও দেয় হয়। পাশাপাশি মাটি দিয়েও বিভিন্ন ভাস্কর্য শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয় শিবিরে। প্রত্যেক পদক্ষেপে ভুলত্রুটি শুধরে দিয়ে নিখুঁত শিল্পকলার শিক্ষা দেন প্রশিক্ষকরা।
এই প্রসঙ্গে বিখ্যাত চিত্রশিল্পী হারিট বসু বলেছেন, আগামী দিনে হয়তো এখান থেকেই কোনও বড় শিল্পী উঠে আসবেন। শিবির শেষে অনেককেই বলতে শোনা গেল, এমন শিবিরে যুক্ত হতে পেরে অতীতের নিজেদের ভুলত্রুটি শুধরতে না পারার আক্ষেপ অনেকটাই মিটল।নিজেদের ভুলত্রুটি শুধরে আগামী দিনে নিজেদের শিল্পসত্ত্বা ধরে রাখার ব্রত নিলেন আগামীর চিত্রশিল্পীরা।
ছবি পার্থ রাহা।
নানান খবর

নানান খবর

'আপনাদের মেয়েকে মেরে ফেলেছি', খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দিল স্বামী

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধর্ষণের পর কোপ, গলায় গামছার ফাঁস জড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ের লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু 'নবজীবন'-এর

গাছ ভরে গিয়েছে মুকুলে, বেড়িয়েছে কুঁড়ি, 'আম আদমি'র ঘরে ঘরে এবছর কি সস্তায় আম?

উত্তর কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যুবকের, তদন্তে পুলিশ

‘পুজো বলতে জগদ্ধাত্রীকেই বুঝি’, বিশ্ববাংলা জগদ্ধাত্রী সম্মানে চন্দননগরের ভূয়সী প্রশংসায় ইন্দ্রনীল সেন

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে

রক্তে ভাসছে চারপাশ, চা বাগানে উদ্ধার ম্যানেজারের দেহ

'চিলে কান নিয়ে গেছে', বাংলার প্রাচীন প্রবাদ যেন সত্যি হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের এই গ্রামে

প্রথম মহিলা যাকে সাজা দেওয়া হল, জেলে থাকতে হবে পাঁচ বছর

পুলিশ পরিচয়ে বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, মৃত গর্ভস্থ সন্তান, কর্মবিরতিতে বর্ধমান বার অ্যাসোসিয়েশন

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের