আজকাল ওয়েবডেস্ক: আধার কার্ডের কাজ হল এবার অনেক বেশি সহজ। এবার শুধু মুখের ছবি দিয়েই কাজ করা যাবে আধারের। আপনি যা শুনছেন সেটাই সত্যি। আধার কার্ডের কোনও কাজ করতে হলে আর আধার কার্ডকে সঙ্গে নিয়ে যেতে হবে না। এর মানে হল আধার কার্ড নিয়ে সমস্ত পেপারওয়ার্ক করার দিন শেষ।
আধার কার্ড নিয়ে যাতে সমস্ত কাজ অতি দ্রুত করা যায় তাহলে সকলের পক্ষে সেটা পছন্দের হবে। সেই কাজই করার জন্য এবং ফেস অথেনটিকেশন বা মুখের ব্যবহার করেই আধার কার্ডের ব্যবহার করা হবে। এই পদ্ধতি চালু হয়ে গেলে বেসরকারি সংস্থাগুলিও অতি সহজে আধার কার্ডের ভেরিফিকেশন করতে পারবেন। এরফলে ব্যাঙ্ক, ভ্রমণ, স্বাস্থ্য এবং ইকমার্সের ক্ষেত্রে নতুন জোয়ার আসবে।
এবার থেকে আধার কার্ড থেকে যদি কোনও কাজ করতে হয় তাহলে সেখানে আধার কার্ডকে সঙ্গে রাখতে পারবে না। এরফলে আধার কার্ড নিয়ে করা সমস্ত কাজ অতি সহজেই করতে পারা যাবে। ভারতীয়দের কাছে আধার কার্ড একটি অতি দরকারি বিষয়। সেখানে বিভিন্ন কাজের ক্ষেত্রে সবার আগে যেটিকে ব্যবহার করা হয় সেটি হল আধার কার্ড। যদি মুখের ভেরিফিকেশন চালু হয়ে যায় তাহলে সেখান থেকে সমস্ত কাজ অতি দ্রুত হয়ে যাবে।
শুধু ক্যামেরার সামনে এসে দাঁড়ালেই হয়ে যাবে আধার কার্ডের ভেরিফিকেশন। ফলে এতদিন পর্যন্ত আধার কার্ড নিয়ে যারা জালিয়াতি করতেন তাদের কাছে এটি একটি বড় চাপের বিষয় হয়ে গেল। নকল আধার কার্ড রুখতে এটি একটি বিরাট বড় পদক্ষেপ বলেই মনে করছেন সকলে। অনেক সময় দেখা যায় প্রবীণ নাগরিকদের হাতের আঙুলের ছাপ মেলে না। পাশাপাশি ওটিপি সামলাতেও তারা বেশ সমস্যার মধ্যে পড়েন। তবে সেখান থেকে এবার চিরতরে মুক্তি মিলবে।
এই ব্যবস্থার ফলে আপনার আধার কার্ডের তথ্য একেবারে সুরক্ষিত থাকবে। সেখানে আধার কার্ডের পোর্টালের কাজও অতি সহজে করা যাবে। প্রতিটি আধার কার্ডের গ্রাহকরা নিজেদের তথ্যকে সুরক্ষিত রাখতে পারবেন।
