আজকাল ওয়েবডেস্ক: আল নাসেরের জার্সিতে কাঁপাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ছেলেও আল নাসেরের অনূর্ধ্ব ১৫ দলের হয়ে খেলছেন। সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স করে রোনাল্ডোর ছেলে। 

আল নাসেরের অনূর্ধ্ব ১৫ দল মুখোমুখি হয়েছিল আল ইত্তিহাদের। সেই ম্যাচে আল নাসের জেতে ১০-৯ গোলে। ম্যাচে রোনাল্ডো জুনিয়র একাই ১০টি গোল করেন। 

অনূর্ধ্ব ১৫ আল নাসের দল দিন কয়েক আগে আল হিলালকে ৭-০ গোলে হারিয়েছে। সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো জুনিয়র একাই সাতটি গোল করে। দুটো ম্যাচে ১৭টি গোল রোনাল্ডোর ছেলের। অস্বাভাবিক বললেও কম বলা হয়। 

?ref_src=twsrc%5Etfw">February 4, 2025

 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে চলেছেন আল নাসেরের সিনিয়র দলের হয়ে। তাঁর পুত্রও গোল করছেন। দিনকয়েক আগে মেসির ছেলে এক ম্যাচে একাই ১১টি গোল করেছিল। রোনাল্ডোর ছেলে ২ম্যাচে ১৭ গোল করে রীতিমতো চমকে দিয়েছে। দুই বিখ্যাত বাবার দুই ছেলে ফুটবল মাঠে ঝলক দেখাচ্ছে। 

?ref_src=twsrc%5Etfw">January 29, 2025