সোমবার ২৪ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | টাইম ম্যাগাজিনে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক! আমেরিকার প্রকৃত ক্ষমতাধারী কে? তুঙ্গে বিতর্ক

RD | ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৯ : ২১Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে নয়া বিতর্ক! ট্রাম্প হোয়াইট হাউসে থাকলেও, ইলন মাস্কই কি আমেরিকায় প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী? তুঙ্গে উঠেছে চর্চা।

টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে দেখা যাচ্ছে, ইলন মাস্ক হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্টের রেজল্যুট ডেস্কের পিছনে কফির কাপ হাতে বসে আছেন। কেন হঠাই এই ছবি, শুধুই চমক? আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ আসলে ডোনাল্ড ট্রাম্পের ওপর মাস্কের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত। এই ছবি দেখে মুখ খুলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প মজা করে জিজ্ঞাসা করেছেন, "টাইমস ম্যাগাজিন কি এখনও ব্যবসা করছে?"

ট্রাম্প প্রশাসনের নেপথ্যে মাস্কের ভূমিকা ও তাঁর প্রশাসনিক ক্ষমতা নজিরবিহীন। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে মাস্ককে 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি' (ডজ) পরিচালনার দায়িত্ব দিয়েছেন, যা মূলত সরকারি সংস্কারের দায়িত্ব। মার্কিন মুলুকে এই ক্ষমতা যাঁর হাতে থাকে তিনি ব্যাপক ক্ষমতাধারী। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন ইলন মাস্কের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ, ইলন মাস্কের সিদ্ধান্তের ফলে মার্কিন সরকারি প্রশাসন দ্রুত বদলাচ্ছে এবং তিনি প্রায় কোনও জবাবদিহি ছাড়াই ব্যাপক পরিবর্তন আনতে পারছেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তগুলির বূাস্তব নিয়ন্ত্রণ আস্তে আস্তে মাস্কের হাতেই যাচ্ছে। 

টাইম ম্যাগাজিনের বার্তা
টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদ ঘিরে বিতর্ক উস্কেছে। মাস্ককে হোয়াইট হাউসের অভ্যন্তরে প্রেসিডেন্টের আসনে বসিয়ে দেখানো হয়েছে, যা বোঝাতে চায়, তিনিই প্রকৃত ক্ষমতাধারী। এই ধরনের ছবি অতীতে ২০১৭ সালে দেখা গিয়েছিল। সেই সময়  স্টিভ ব্যাননকে 'দ্য গ্রেট ম্যানিপুলেটর' নামে অভিহিত করে টাইম ম্যাগাজিন প্রচ্ছদ করেছিল। ব্যাননের মতোই মাস্কও কি ট্রাম্পের আড়ালে থেকেও তাঁকে নিয়ন্ত্রণ করছেন? এই প্রশ্নই মাথাচাড়া দিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পর প্রশাসনে অন্দরে মাস্কের ব্যাপক স্বাধীনতা, সরকারি কাজে হস্তক্ষেপ এবং ট্রাম্পের নীতিনির্ধারণে তার প্রভাব স্পষ্ট। টাইমের প্রতিবেদন অনুসারে, মাস্ক বর্তমানে কেবলমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জবাবদিহি করেন এবং ট্রাম্পও মাস্ককে তাঁর নিজস্ব নীতির প্রতিফলন ঘটানোর জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।

ট্রাম্পের প্রতিক্রিয়া
টাইমের এই প্রচ্ছদ নিয়ে যখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি বিদ্রুপের সুরে বলেন, "টাইম ম্যাগাজিন কি এখনও ব্যবসায় টিকে আছে? আমি তো জানতাম না!" বিশ্লেষকদের কথায়, ট্রাম্পের জন্য তাঁর ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অতীতে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের ছবি বসাতে নকল কভারের সাহায্য নিয়েছিলেন, যা পরবর্তীতে বিতর্ক তৈরি করেছিল। এক্ষেত্রে মাস্ককে নিয়ে টাইমের এই প্রচ্ছদ ট্রাম্পের জন্য কতটা অস্বস্তিকর? মার্কিন মুলুকে এর ব্যাখ্যা দু'ভাবে মিলছে। প্রথমত, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে মাস্ককে সামনে রেখে প্রশাসনের কঠিন সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করাচ্ছেন, যাতে পরবর্তীতে এর দায় এড়াতে পারেন তিনি। দ্বিতীয়ত, মাস্ক ধীরে ধীরে ট্রাম্পের ওপর ছায়া ফেলে আসল সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে উঠছেন, যা ভবিষ্যতে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে পারে।

মাস্ক বনাম ট্রাম্প?
মাস্ক ও ট্রাম্পের সম্পর্ক আপাত দৃষ্টতে পোক্ত মনে হলেও, ইতিহাস বলছে, ট্রাম্প কখনওই দীর্ঘ সময় কাউকে তাঁর ছায়ায় থাকতে দেন না। স্টিভ ব্যানন, জন বোল্টন বা রেক্স টিলারসনের মতো ব্যক্তিরা এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন, পরে তাঁর কোপে পড়েন।  বিশ্লেষকদের মতে, যদি মাস্কট্রাম্পের ভাবমূর্তির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেন তাহলে ভবিষ্যতে ট্রাম্প হয় তো মাস্কের কাজের উপর ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন। 


TimeMagazineElonMusk USPresidentDonaldTrump

নানান খবর

নানান খবর

সমুদ্রতটে ওটা কী? রহস্যময় বস্তু দেখে আতঙ্কিত পথচলতি মানুষ

এক মিনিটের হেরফের ঘটিয়ে রেলকে বোকা বানালেন এই যাত্রী, আয় করলেন ১ লক্ষের বেশি টাকা

শুষ্ক সাহারা নাকি একসময়ে সবুজে পরিপূর্ণ ছিল, বয়ে যেত নদী! তাহলে কীভাবে মরুভূমি হয়ে উঠল?

বিয়েতেও এবার ‘ফেলো কড়ি, মাখো তেল’! ‘ব্রাইডসমেড প্যাকেজ’-এর যা হিসেব দেখলেন তরুণী, হতবাক

অভিযোগ নিয়ে ধোঁয়াশা, তবুও তিন মাস ধরে কাতারে আটক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী! সরকারি সাহায্যের প্রত্যাশী গুজরাটের গুপ্তা পরিবার

স্কুলের সামনে ছোট ছোট ডাইনোসরের পায়ের ছাপ! পাথর উদ্ধারের পর তুমুল শোরগোল

মহাকাশ থেকেই জানা যাবে মাটির নিচের জলের পরিমান, যুগান্তকারী আবিষ্কার নাসার

বিশ্বজুড়ে চলছে লাল টিন্টেড চশমার নতুন ট্রেন্ড, কারণ জানলে চমকে যাবেন!

চাকরি হবে খতম, যদি না মানো বসের এই নির্দেশ

আয়ু হবে ১০০ বছর! শুধু মেনে চলতে হবে এই নিয়মগুলি

ভাড়ায় মিলবে প্রেমিকা:  'কাছে পাওয়ার' প্যাকেজে রয়েছে চমক

স্ত্রী চেয়েছিলেন ছ’লক্ষ, আদালত নির্দেশ দিল ৩০ লাখ, অবাক করা খোরপোশের নিদান চীনের আদালতের

বৃদ্ধা মহিলার ফোনে 'যৌনগন্ধী' মেসেজ! এআই-এর কীর্তিতে শোরগোল 

কাঁধে চাপিয়ে মহিলাদের নিয়ে যেতে হবে পাহাড়ের উপর, আয় বার্ষিক ৩৬ লক্ষ টাকা! করবেন না কি?

আর মাত্র ৩৫ বছর, বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, কী হবে খ্রিষ্টান ও হিন্দুদের অবস্থা?

আইপিএল লাইভ স্কোর

রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া