শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১২Debosmita Mondal
মিল্টন সেন, হুগলি,৭ ফেব্রুয়ারি: খোদ দলীয় সভাপতির ঘরেই তালা ঝুলিয়ে দিলেন দলের কর্মীরা। জেলা এবং শাখা সংগঠনের কমিটি গঠন নিয়ে আবারও প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কোন্দল বাঁধল দলের যোগ্য কর্মীদের বাদ দেওয়া নিয়ে।
অভিযোগ, দলীয় কমিটিতে যোগ্য কর্মীদের পরিবর্তে অযোগ্যদের প্রাধান্য দেওয়া হয়েছে। শুক্রবার এই অভিযোগ তুলে বিজেপি সভাপতির ঘরে তালা মারলেন বিজেপির কর্মীরা। সারাদিন ধরে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের অন্দরে চলল বিজেপি কর্মীদের বিক্ষোভ।
শুক্রবার শ্রীরামপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের কেএমশা স্ট্রিট এলাকায় রয়েছে বিজেপির তিনতলা জেলা কার্যালয়। সেখানেই দলীয় পতাকা, পোস্টার হাতে ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি কর্মীদের একাংশকে। ওই ভবনের তিন তলায় শ্রীরামপুরের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদকের ঘর। সভাপতির অবর্তমানে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা সভাপতির সেই ঘরে তালা ঝুলিয়ে দেন।
এই প্রসঙ্গে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সুমিতা পাত্র, অসীম সাহাদের অভিযোগ, যারা পুরনো কর্মী যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, মাঠে ময়দানে নেমে কাজ করতে তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাঁদেরকে সরিয়ে রেখে যাঁরা জেলা সভাপতির কাছের লোক, তাঁদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাইয়ে দেওয়া হচ্ছে নানান দলীয় পদ। তাঁদের অভিযোগ সভাপতি হিসেবে মোহন আদক নিজেই অযোগ্য। গত লোকসভা নির্বাচনে কবীর শংকর বোসকে প্রার্থী করা হয়েছিল। তাঁকেও কোনও কমিটিতে রাখেননি সভাপতি। অবৈধভাবে দলের কার্যকর্তা নির্বাচন করা হচ্ছে। এই নির্বাচন তাঁরা মানছেন না। তাঁদের দাবি, দলীয় সমস্ত সদস্যদের মতামত সাপেক্ষে নির্বাচন করতে হবে। এই প্রসঙ্গে শ্রীরামপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি মোহন আদক জানিয়েছেন, দলের নির্বাচন প্রক্রিয়া চলছে। সেই নির্বাচন প্রক্রিয়ায় জেলা সভাপতির নাকি কোনও ভূমিকা নেই। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ও মন্ডল রিটার্নিং অফিসাররাই বিষয়টি দেখছেন। দলীয় কর্মীরা যদি সঙ্ঘবদ্ধ না থাকত, তাহলে ৭৪ হাজার সদস্য সংগ্রহ করা সম্ভব হত না।
কারা বিক্ষোভ দেখিয়েছেন? কারা তালা মেরেছেন? তিনি জানেন না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছেন, তারা বিজেপির কেউ নন। কারণ বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল। এই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন হুগলির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁই। তিনি বলেছেন, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি দলের জেলায় সংগঠন বলতে কিছুই নেই। যোগ্য অযোগ্য গুরুত্ব দেওয়া, না দেওয়া এ সবই ভাঁওতা। আসলে ওদের মধ্যে গোলমাল ভাগ বাটোয়ারা নিয়ে। কারণ, সকলেই জানে বিজেপি চরম সাম্প্রদায়িক দল। সন্ত্রাসবাদীদের দল। ভাঁওতাবাজ, গুন্ডা, তোলাবাজদের দল। খোঁজ নিলেই দেখা যাবে, ভাগ বাটোয়ারার সমস্যার কারণেই হয়তো দলীয় সভাপতির ঘরে তালা মেরেছেন কর্মীরা।
ছবি: পার্থ রাহা।
নানান খবর

নানান খবর

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

যুবসমাজে ফুসফুসে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! নেপথ্যে কি শুধুই ধূমপান না পরিবেশ দূষণও

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ প্রায় ২৫ জন কিশোর

মাধ্যমিকে তৃতীয়, মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ঈশানি চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও