রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১১Rajat Bose
মোহনবাগান–৩ (ম্যাকলারেন–২, লিস্টন)
পাঞ্জাব এফসি–০
সম্পূর্ণা চক্রবর্তী: শেষ কয়েকটা ম্যাচে গোল পাননি। তাঁকে নিয়ে প্রশ্ন উঠছিল। নিজের জাত চেনালেন জেমি ম্যাকলারেন। তাঁর জোড়া গোলে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক। মোহনবাগানের অশ্বমেধের ঘোড়া ছুটছে। ঘরের মাঠে টানা নয় জয়। মুম্বইয়ের বিরুদ্ধে ড্র ছাড়া অলউইন রেকর্ড নিয়ে লিগ শিল্ডের আরও কাছে সবুজ মেরুন। বুধবার যুবভারতীতে পাঞ্জাব এফসিকে ৩–০ গোলে হারাল মোহনবাগান। জোড়া গোল ম্যাকলারেনের। অন্য গোলটি লিস্টন কোলাসোর। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ শিল্ড প্রায় নিশ্চিত করে ফেলল সবুজ মেরুন। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে জামশেদপুর। পরের দুটো ম্যাচ জিতলেও বাগানের সঙ্গে ছয় পয়েন্টের পার্থক্য থাকবে। অর্থাৎ, কোনও অঘটন না ঘটলে লিগ শিল্ড হোসে মোলিনার দলের। জামশেদপুর এবং গোয়া পয়েন্ট নষ্ট করলে, পরের দুটো ম্যাচের মধ্যেই বাগানের লিগ শিল্ড নিশ্চিত হয়ে যাবে। এদিন দুই অর্ধ সম্পূর্ণ ভিন্ন। প্রথমার্ধে মাত্র একটি সুযোগ কলকাতার প্রধানের। দ্বিতীয়ার্ধে মোলিনার মাস্টারস্ট্রোকে বাজিমাত। প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধে তিন গোল। সপ্তাহের মাঝে ম্যাচ হলেও যুবভারতী প্রায় ভরে গিয়েছিল। টিফোয় ছয়লাপ। টিফোর মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় সদ্য প্রয়াত বাগান সমর্থক সমরকুমার চাকিকে। যিনি মৃত্যুশয্যায় শুয়ে মোহনবাগান–মহমেডান ম্যাচ দেখেছিলেন। এদিন যেন তাঁর মান রাখলেন ম্যাকলারেন, লিস্টনরা।
আগের ম্যাচের দলে তিনটে পরিবর্তন করেন মোলিনা। কার্ডের জন্য ছিলেন না টম অ্যালড্রেড এবং আপুইয়া। তাঁদের জায়গায় দলে ফেরেন অ্যালবার্তো রডরিগেজ এবং দীপক টাংরি। জেসন কামিন্সের পরিবর্তে শুরু করেন গ্রেগ স্টুয়ার্ট। মহমেডান ম্যাচের রাশ ছিল অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের হাতে। কিন্তু এদিন কামিন্সকে প্রথম দলে রাখেননি বাগান কোচ। ৪–৪–১–১ ফর্মেশনে শুরু করেন। একটু পেছন থেকে খেলেন স্টুয়ার্ট। ম্যাচের প্রথমার্ধ ম্যাড়ম্যাড়ে। যদিও শুরুটা ভাল করে মোহনবাগান। দুই উইং দিয়ে আক্রমণে উঠছিলেন মনবীর, লিস্টন। বল পজেশনও বাগানের পক্ষেই ছিল। কিন্তু ওপেন সুযোগ বলতে মাত্র একটি। ম্যাচের ১০ মিনিটে স্টুয়ার্টের শট বাঁচান রবি কুমার। ২৮ এবং ৩২ মিনিটে দুটো হাফ চান্স কাজে লাগেনি। মাঝমাঠ থেকে ম্যাকলারেনের পাস ধরে গতি বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন মনবীর। কিন্তু শট নেওয়ার আগেই বল বিপদমুক্ত করেন অভিষেক। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টির দাবি করেন ম্যাকলারেন। তাঁকে শরীরের ধাক্কায় ফেলে দেন হুংডিম। কিন্তু কর্ণপাত করেননি রেফারি ক্রিস্টাল জন।
প্রথমার্ধে কোনও দলেরই তেমন ঝাঁঝ ছিল না। প্রথম ৩০ মিনিট পুরোটাই ব্যাকফুটে ছিল পাঞ্জাব। বিরতির আগে বল ধরে খেলার চেষ্টা করে পানাগিওটিস ডিলেমপেরিসের দল। কিন্তু কোনও সুযোগ নেই। দ্বিতীয়ার্ধ ঘটনাবহুল। মোলিনার একটি পরিবর্তনে ঘুরে যায় ম্যাচের মোড়। বিরতির পর শুরুতেই আশিস রাইকে তুলে আশিক কুরুনিয়নকে নামান। লেফট ব্যাকে খেলান তাঁকে। শুভাশিসকে রডরিগেজের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে জুড়ে দেন। দীপেন্দু চলে যান রাইট ব্যাকে। তাতেই ঘুরল ভাগ্য। প্রথম গোলের কারিগর বাঙালি ডিফেন্ডার। ম্যাচের ৫৬ মিনিটে ডানদিক থেকে দীপেন্দুর ক্রস ডান পায়ে রিসিভ করে হাফ টার্নে দুরন্ত গোল অজি বিশ্বকাপারের। তার এক মিনিট আগেই গোলের সুযোগ পেয়েছিল পাঞ্জাব। কিন্তু পেত্রোস গিয়াকৌমাকিসের শট পোস্টে লাগে। ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পান ম্যাকলারেন। দীপক টাংরির পাস থেকে ম্যাকলারেনের শট বাঁচান পাঞ্জাব কিপার রবি কুমার। তবে বেশিক্ষণ বাগানের স্ট্রাইকিং ফোর্সকে আটকে রাখতে পারেননি। তার তিন মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ে। ম্যাচের ৬৩ মিনিটে পরিবর্ত ফুটবলার অভিষেকের পাস থেকে লিস্টনের ডান পায়ের শট দ্বিতীয় পোস্টে লেগে গোলে ঢুকে যায়। ম্যাচের অন্তিমলগ্নে ৩–০ করেন ম্যাকলারেন। আশিস প্রধানের ভুল পাস থেকে বল পেয়ে ম্যাকলারেনকে বাড়ান কামিন্স। গোলে ঠেলতে ভুল করেননি অজি বিশ্বকাপার। মোট আট গোল করে ফেললেন। সবুজ মেরুনের সর্বোচ্চ গোলদাতা তিনিই।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর

নানান খবর

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ