আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের আগেই আট আপ বিধায়ক দল ছাড়লেন। দিল্লি নির্বাচনে টিকিট না পাওয়াই কারণ বলে জানা গেছে। প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। তার আগে দল ছাড়লেন বিধায়ক নরেশ যাদব (‌মেহরোলী কেন্দ্র)‌, রোহিত কুমার (‌ত্রিলোকপুরী)‌, রাজেশ ঋষি (‌জানকপুরী)‌, মদন লাল (‌কস্তুর্বা নগর)‌, পবন শর্মা (‌আদর্শ নগর)‌, ভাবনা গৌড় (‌পালাম)‌, গিরিশ সোনি (‌মাদিপুর)‌ ও বিএস জুন (‌বিসওয়াসন)‌।


পদত্যাগপত্রে পালামের বিধায়ক ভাবনা গৌড় কেজরিওয়ালকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‌আপনার উপর আর আস্থা নেই।’‌ এদিকে বিধায়ক নরেশ যাদবকে দু’‌বছরের জেলের সাজা শুনিয়েছে পাঞ্জাবের আদালত। এরপরই দল ওই কেন্দ্রে ভোটে লড়ার জন্য মহেন্দর চৌধুরীর নাম ঘোষণা করে। এরপরই দল ছাড়লেন যাদব।
এছাড়া যাঁরা দল ছাড়লেন প্রত্যেকেই দল ও কেজরির প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। 


এই আট বিধায়ক কোন দলে ভিড়বেন তা এখনও জানা যায়নি। 


প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। ফল বেরবে ৮ ফেব্রুয়ারি। আর তার আগেই যুযুধান দিল্লির দুই অন্যতম শিবির। চলতি নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যায়নি আপ। তার ফলে শরিক কংগ্রেস এখন দিল্লির নির্বাচনে এখন আপের বিরোধী। অন্যদিকে, কেজরিওয়ালকে হারাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপিও। টানা ১০ বছর দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। এবার ক্ষমতা পেতে মরিয়া গেরুয়া শিবির।