রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ২৫ জানুয়ারী ২০২৫ ০০ : ০২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রত্যেক দেশেরই জাতীয় সঙ্গীত, জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফুল থাকে। দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে মাথায় রেখে জাতীয় তকমা নির্ধারণ করা হয়। অনেক সময় এক দেশের জাতীয় জিনিস অন্য দেশের মতই বলে মনে হয়। তবে, তার মধ্যেও সামান্য পার্থক্য থেকে থাকে। এইন প্রতিবেদনে ভারত ও তার প্রতিবেশী বিভিন্ন দেশের জাতীয় পশু কি তার বিবরণ রইল।
ভারতের জাতীয় পশু বাঘ-
ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারই কেন জাতীয় পশু হল, সিংহ বা অন্য পশু কেন নয়, তা কখনও ভেবে দেখেছেন কি? কারণ কয়েক দশক আগেও ভারতের জাতীয় পশু ছিল অন্য। ১৯৭৩ সালে ভারতের জাতীয় পশুর তকমা পায় রয়্যাল বেঙ্গল টাইগার। কোনও প্রাণী বা বস্তুকে জাতীয় সম্পদ ঘোষণার ক্ষেত্রে দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে মাথায় রাখা হয়। জাতীয় পশু নির্বাচনের ক্ষেত্রেও এই মাপকাঠি থাকে। সৌন্দর্য এবং আকর্ষণের পাশাপাশি সেই পশু সংশ্লিষ্ট দেশের নিজস্ব পশু কি না, তাও দেখা হয়। আবার সংরক্ষণের প্রয়োজন রয়েছে, এমন পশুতকেও জাতীয় স্বীকৃতি দেওয়া হয়।
রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ভারতের সম্পর্ক খ্রিষ্টপূর্ব ২৫ সাল থেকেই। সিন্ধু সভ্যতার নিদর্শনেও রয়্যাল বেঙ্গল টাইগার আঁকা থাকতে দেখা গিয়েছে। প্রাক আর্য সমাজে শিবের মূর্তি পাশে থাকত বাঘ। মহেঞ্জোদাড়ো সভ্যতার নিদর্শনে এর হদিশ মিলেছে। উত্তর ভারতের বাঘেল রাজপুতদের বাঘের উপাসকদের বংশধর হিসেবে ধরা হয়। যে কারণে বাঘেল রাজপুতরা কখনও বাঘ শিকার করেন না। চোল সাম্রাজ্যের বাঘের উপাসনার চল ছিল। দেবী দুর্গার বাহনও বাঘই। ভারতীয় মুদ্রা এবং ডাক টিকিটেও বাঘের ছবি ব্যবহৃত হয়।
সিংহের পরিবর্তে বাঘকে জাতীয় পশু ঘোষণা করার নেপথ্যে ছিল বন্যপ্রাণ সংরক্ষণের তাগিদ। সাতের দশকে দেশে বাঘের সংখ্যা বিপজ্জনক ভাবে কমে আসে। বাঘের সংখ্যাবৃদ্ধি এবং তাদের বাঁচাতেই বাঘকে জাতীয় পশু ঘোষণা করা হয়। ১৯৭৩ সালের এপ্রিল মাসে বাঘকে জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া হয়। সেই বছরই উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে ব্যাঘ্র প্রকল্পের সূচনা করে তদানীন্তন সরকার।
চিনের জাতীয় পশু পান্ডা
দৈত্যাকার পান্ডা চিনে জাতীয় আইকন। স্থানীয় বাঁশের বনে আইন দ্বারা সুরক্ষিত থাকে এই পান্ডারা। হাজার হাজার বছর ধরেই চিনা শিল্প-সংস্কৃতির সঙ্গে এই প্রাণীটির যোগসূত্রে মেলে। ফলে এই পান্ডাই বারতের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় পশু।
পাকিস্তানের জাতীয় পশু মারখোর ছাগল
বিশেষ এক ধরনের বন্য জাতের ছাগল হল এই মারখোর। পাকিস্তানে এই মারখোর ছাগলটি জাতীয় পশু হিসেবে বিবেচনা করা হয়। ভারতেও কোনও কোনও অঞ্চলে এই ধরনের ছাগল দেখতে পাওয়া যায়। আফগানিস্তানেও এই ধরনের প্রজাতির ছাগলের দেখা মেলে।
আফগানিস্তানের জাতীয় পশু স্নো লেপার্ড
তুষার চিতা হল প্রতিবেশী আফগানিস্তানের জাতীয় পশু।
মালয়েশিয়া জাতীয় পশু মালয় বাঘ
মালয়েশিয়ার জাতীয় পশু মালয় বাঘ। এটি মালয়েশিয়ার কোট অফ আর্মস-এ ব্যবহৃত হয় এবং দেশটির সকার দলেও এই বাঘের প্রতীক ব্যবহার করা হয়। মালয় বাঘ বিপন্ন প্রজাতির বাঘ। এই বাঘের সংখ্যা কমছে এবং দেশটি অনেক বন্য বাঘ হারিয়েছে।
নানান খবর

নানান খবর

টিকিট বুকিং করলেই আসবে ওটিপি, নতুন নিয়ম করল ভারতীয় রেল

উপোস করলেই রোগমুক্তি! বাবা-মায়ের চাপে না খেয়ে প্রাণ গেল টিউমার আক্রান্ত ৩ বছরের শিশুর

শত শত ভুয়ো তথ্য, জাল খবরের জট ছাড়াতে বাধা পাচ্ছে পহেলগাঁও তদন্ত?

মহাকুম্ভে লক্ষ লক্ষ টাকা আয়! মেলা শেষ হতেই নতুন গাড়ি কিনলেন সাধু, বিতর্ক তুঙ্গে

রেস্তোরাঁয় বসে চাউমিন খাচ্ছিল যুগল, হঠাৎ ধেয়ে এল জুতো, কিল, চড়, ঘুষি! হতবাক পথচলতি মানুষ

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের