আজকাল ওয়েবডেস্ক:  ১৫ জন দশভূজাকে সম্মান, যাঁরা ঘরবাড়ি ছেড়ে দিনরাত এক করে তিলে তিলে গড়ে তুলেছেন অসামান্য  পুজো মণ্ডপ। অপেক্ষার অবসান ঘটেছে। বছর ঘুরে ফের পুজোর আনন্দে মেতে উঠেছে মানুষ। শহর কলকাতাতে ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে বেশ কয়েকটি পুজো মণ্ডপের। রাস্তায় মহালয়া থেকেই জনজোয়ার একপ্রকার। তবে পুজো এলেই, অসামান্য মণ্ডপ নিয়ে চর্চা বলেই মানুষ সাধারণ প্রখ্যাত শিল্পীদের চিনতে পারেন, জানতে পারেন। কিন্তু সেই চিন্তা ভাবনাকে রূপ দেন যাঁরা , চারণ ফাউন্ডেশন মনে করে , দুর্গাপুজোর আলাদীন হলেন তাঁরাই। গত বছর চারণ ফাউন্ডেশন দুর্গাপুজোর আলাদিনদের জানিয়েছিল কুর্নিশ।  এই বছরও তার ব্যতিক্রম হল না।  চারণ ফাউন্ডেশন এবছরও বেছে নিয়েছিল  ১৫ জন দশভূজাকে, যাঁরা এবছর তাঁদের আলাদীন। কলকাতার ৯টি পুজো মণ্ডপে এই মহিলা শিল্পীরা দিন রাত এক করে কাজ করে চলেছেন ঘর সংসার ছেড়ে। পুজো মণ্ডপকে সাজিয়ে তুলছেন। এই আলাদীনদের  সম্মান জানানো হল আস্থা কমিউনিটি হল , হাতিবাগানে। সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। উপস্থিত ছিলেন লোপামুদ্রা মিত্র, জয় সরকার।