আজকাল ওয়েবডেস্ক: কনকনে ঠাণ্ডায় কিছুতেই ঘুম আসছিল না। বাধ্য হয়ে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে ঘুম দিয়েছিলেন দম্পতি। কিন্তু ওই আগুন জ্বালানোটাই যে কাল হবে সেটা কে জানত। উত্তরাখণ্ডের ভিলাঙ্গনা এলাকার দ্বারি-থাপলা গ্রামের ঘটনা। বৃহস্পতিবার রাতে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে ঘুমোতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল ওই দম্পতির। দম বন্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসায় শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে। শোক প্রকাশ করেছেন গ্রামের প্রধান রিঙ্কি দেবীও। জানা গিয়েছে, মৃত দম্পতি মদন মোহন সেমওয়াল (৫২) এবং তাঁর স্ত্রী যশোদা দেবী (৪৮) একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।

 

কনকনে ঠাণ্ডার কারণে রাত ১১টার দিকে তাঁরা কাঠে আগুন জ্বালিয়ে ঘরের মধ্যে নিয়ে যান এবং দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকালে তাঁদের ছেলে বাবা-মাকে ঘুম থেকে তুলতে গেলে কেউ দরজা খোলেনি। এরপর স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে দেখেন, দম্পতি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। গ্রাম প্রধান জানিয়েছেন, আগুন জ্বালানোর ফলে কার্বন মনোক্সাইড গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই দম্পতির। তবে এই ঘটনা পুলিশকে জানানো হয়নি। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে দম্পতির দেহ গ্রামে শ্মশানে দাহ করা হয়।