আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে একাধিক অ্যাথলিটের পদকে ক্রটি ছিল বলে জানা গিয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে অ্যাথলিটদের ‘ত্রুটিপূর্ণ’ পদকগুলো একই ধরনের মডেলে বদলে দেওয়া হবে। প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস আয়োজক কমিটি ফ্রান্সের রাষ্ট্রীয় মুদ্রা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বলে জানা গিয়েছে। আইওসি জানিয়েছে, ওই প্রতিষ্ঠান পদক নিয়ে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখছে এবং ত্রুটির কারণ বোঝার চেষ্টা করছে। ত্রুটিপূর্ণ পদকগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিকভাবে বদলে দেওয়া হবে। এই প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে। ওই প্রতিষ্ঠানের এক মুখপাত্র সংবাদ সংস্থাকে জানান, গত আগস্ট মাস থেকেই একাধিক পদক অ্যাথলিটদের মাধ্যমে ‘ক্ষতিগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সেগুলো যাবতীয় পরীক্ষার পর বদলানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ওই আধিকারিক বলেন, ‘আমরা আগস্ট থেকে ক্ষতিগ্রস্ত সব পদক বদলে দিয়েছি এবং ভবিষ্যতেও একই পদ্ধতিতে তা করে যাব। যেসব অভিযোগ এসেছে, তার ভিত্তিতে বদলের প্রক্রিয়া চলছে’। জানা গিয়েছে, প্যারিসে যে সমস্ত অ্যাথলিট পদক জিতেছিলেন তাদের মধ্যে একশোর বেশি অ্যাথলিটের পদকে ত্রুটি লক্ষ্য করা গিয়েছিল এর আগে। সেগুলো ইতিমধ্যেই বদলে দেওয়া হয়েছে। অ্যাথলিটরাও নিজেদের পদকে ত্রুটি দেখতে পেয়ে অভিযোগ জানিয়েছিলেন। কিছু অলিম্পিয়ান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পদকের ছবি শেয়ার করে অভিযোগ করেন।
আমেরিকান স্কেটবোর্ডার নাইজা হাস্টন প্যারিসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। টুর্নামেন্ট শেষের দশ দিন পর, তিনি তাঁর পদকের ছবি পোস্ট করে অভিযোগ করেন। তিনি লেখেন, এই অলিম্পিক পদক নতুন অবস্থায় দেখতে দারুণ। কিন্তু কিছুদিন পর দেখতে পেলাম এটার মান যতটা আশা করেছিলাম ততটা ভাল নয়। পদকের সামনের দিকটা খারাপ হয়ে গিয়েছে অনেকটা’। প্যারিস অলিম্পিকের জন্য ৫০৮৪টি সোনা, রূপো এবং ব্রোঞ্জ পদক ডিজাইন করেছে ফ্রান্সের গয়না ও ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান শ্যুমে। প্রত্যেকটি পদকে একটি ছোট্ট অংশ রয়েছে আইফেল টাওয়ারের, যা প্যারিসের বিখ্যাত স্থাপত্যের সংরক্ষণশালার অংশ থেকে নেওয়া।
