রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | চন্দননগরে তাক লাগানো উদ্যোগ, গাছ নিজেই দেবে তার পরিচয়! কিউআর কোড স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য

RD | ১২ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৬Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য। কোন প্রজাতির গাছ। সাধারণত কি নামে সেটিকে ডাকা হয়। বয়েস কত। কোথায় পাওয়া যায় ইত্যাদি। কাউকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, এবার থেকে গাছ নিজেই তার পরিচয় দেবে! গাছ পর্যটকদের বলবে 'হ্যালো মাই সেলফ'। তার নিচে থাকা কিউআর কোড স্ক্যান করলেই যাবতীয় কৌতুহল মিটবে। অভিনব এই উদ্যোগ দেখা যাবে চন্দননগরে।

একদা ফরাসী উপনিবেশ শহরের গাছের গায়ে লাগানো কিউআর কোডে লেখা থাকছে 'হ্যালো মাই সেলফ'। তার তলায় রয়েছে কিউআর কোড। যেখানে স্ক্যান করলেই জানা যাবে সেই গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য। মাস চারেক আগে শুরু হয়েছিল এই কাজ। রবিবার চন্দননগর পুরনিগমের তরফে আনুষ্ঠানিক ভাবে শহরে থাকা যাবতীয় গাছের পরিচয় প্রকাশ করা হল। 

সাধারণ মানুষের কাছে চন্দননগরের পরিচিতি সাবেক ফরাসডাঙা, জগদ্ধাত্রী পুজোর শহর, আলোর শহর বলেই। আলোর পাশাপাশি প্রাচীন ফরাসি এই উপনিবেশ শহরে আজও রয়েছে সেই আমলের একাধিক সৌধ। কয়েক শতাব্দী প্রাচীন শহরের বিবর্তনের সাক্ষী হয়ে আজও বেঁচে রয়েছে বহু প্রাচীন গাছ। এবার সেই গাছেদের জন্য তৈরি করা হল পরিচয় পত্র। সময় লাগলেও এই কাজ করেছে চন্দননগর পুরনিগমের জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি অর্থাৎ বায়ো ডাইভারসিটি ডিপার্টমেন্ট। 

চন্দননগরের প্রাচীন নানান গাছ নিয়ে স্থানীয় মানুষ থেকে পর্যটক, পড়ুয়া, গবেষক সকলেরই অনেক কৌতূহল। তাই যাবতীয় তথ্য পাওয়ার রাস্তা সহজ করতেই কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে খুব সহজেই স্ক্যান করে সকলেই গাছের পরিচয় জানতে পারবেন। 

চন্দননগর স্ট্যান্ড রোড এলাকায়, চার্চ, গভর্মেন্ট কলেজ চত্বর, গঙ্গার পাড়ে অবস্থিত প্রাচীন গাছ সব গাছের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা কিউআর কোড। গাছের পরিচয় পত্র থেকে যে কেউ মোবাইল স্ক্যান করে গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন খুব সহজেই। পাবেন কি প্রজাতির গাছ,কত বয়স, কি উপকারিতা, ওই গাছ কোথায় কোথায় পাওয়া যায়, তারা কোন প্রজাতির গাছ যাবতীয় তথ্য।

প্রাথমিক ভাবে চন্দননগর পাতাল বাড়ি থেকে স্ট্যান্ড ঘাট ও বড়বাজার লাগোয়া এলাকায় ২৪৯ টি গাছে পরিচয় পত্র তৈরি হয়েছে। এদিন ১২ টি গাছের কিউ আরকোড আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী। চন্দননগর রানী ঘাটে তিনশ বছরের প্রাচীন একটি বট গাছের কিউআর কোড-এর উদ্বোধন করেন মেয়র। প্রাথমিক ভাবে গুগলের উইকিপিডিয়ার সঙ্গে কিউ আর কোড যোগ করা হয়েছে। সেখান থেকেই মিলবে তথ্য। এই প্রসঙ্গে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেছেন, "চন্দননগর শহরের ইতিহাস অনেক। বহু মানুষ বিদেশ থেকেও চন্দননগর শহরে আসেন। তারা এই প্রাচীন গাছগুলো দেখে অনেক সময় তাদের সম্পর্কে জানতে চান। তাই এই ব্যবস্থা করা হয়েছে। গাছের নাম্বারিং যেমন থাকবে, গাছে তেমনই কিউআর কোডও লাগানো থাকবে। যেটা স্ক্যান করলে গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে।"

এ দিন ছিলো ১২ জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন, যা যুব দিবস বলে পরিচিত। তাই ১২ টি গাছের গায়ে কিউআর কোড-এর উদ্বোধন হল। পরে বাকি সব গাছের কিউআর উদ্বোধন করা হবে। এর ফলে শহর বাসীর পাশাপাশি যারা চন্দননগর স্ট্যান্ডে ঘুরতে আসেন যারা তারাও খুশি। সকলেই বলছেন, এটা একটা অভিনব ব্যাপার। এ দিন রানী ঘাটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের পরিবেশ দপ্তরের মেয়র পারিষদ শুভেন্দু মুখার্জি, জীববৈচিত্র্য কমিটির চেয়ারম্যান সুদীপ্ত মোদক, সম্পাদক সোমনাথ চ্যাটার্জি, মেয়র পারিষদ স্বাস্থ্য দপ্তর শুভজিৎ সাউ প্রমুখ।


নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া