শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে বসেই তৈরি হচ্ছিল জাল নথি, সুতি থেকে গ্রেপ্তার ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের তিন পান্ডা

Pallabi Ghosh | ১২ জানুয়ারী ২০২৫ ১২ : ১২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো নথি ব্যবহার করে কলকাতা এবং আশেপাশের এলাকা থেকে পাসপোর্ট তৈরির চক্রের একাধিক পান্ডা যখন গ্রেপ্তার হচ্ছে, ঠিক সেই সময়ই মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় বসে জাল আধার কার্ড তৈরির অভিযোগে রবিবার ভোররাতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিন ব্যক্তি। 

আজ ভোররাতে সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, নুরপুর এলাকায় একটি দোকানে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ইসমাইল শেখ, আকবর আলি এবং মনোজ কুমার মণ্ডল নামে তিন ব্যক্তিকে।  জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত তিন ব্যক্তি  জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কীভাবে জাল আধার কার্ড তৈরি করা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতের আবেদন করে আজই তাঁদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।'
 
পুলিশের এক আধিকারিক জানান, ধৃত তিন যুবক সম্প্রতি নুরপুর এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে জাল আধার কার্ড তৈরির ব্যবসা ফেঁদে বসেছিলেন। ওই তিন ব্যক্তির আধার কার্ড তৈরির কোনও লাইসেন্স না থাকলেও, অন্য একজনের কাছ থেকে বিপুল টাকার বিনিময়ে তাঁরা আধার কার্ড তৈরির আইডি এবং পাসওয়ার্ড 'ভাড়া' নিয়েছিলেন।
 
পুলিশের ওই আধিকারিক ধৃত ব্যক্তিদের 'মোডাস অপারেন্ডি' জানাতে গিয়ে বলেন, 'আধার কার্ড তৈরির জন্য যতবার সিস্টেমে লগ ইন করতে হবে, আইডি এবং পাসওয়ার্ড যাঁর নামে রয়েছে তাঁকে ততবারই স্ক্যানারে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সেই কারণে ধৃত ব্যক্তিরা 'সিন্থেটিক ল্যাটেক্স' ব্যবহার করে এমন এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট জাল করেছিলেন যাঁর নামে সরকারিভাবে আধার কার্ড তৈরির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। ওই জাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তাঁরা বারবার আধারের সিস্টেমে লগ ইন করতেন।' 

ওই আধিকারিক আরও জানান, 'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তিরা যে আধার কার্ড তৈরি করতেন সেগুলি সবই জাল। যে ব্যক্তির জন্য আধার কার্ড তৈরি হচ্ছে 'জাল' কার্ডে তাঁর ছবি এবং ঠিকানা থাকলেও ১২ সংখ্যার যে ইউনিক নম্বর ছাপা থাকতো তা ইতিমধ্যেই অন্য কারও জন্য বরাদ্দ হয়ে রয়েছে।'

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের দোকান থেকে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, রেটিনা স্ক্যানার, ল্যাপটপ, জাল আধার কার্ড, এনরোলমেন্ট আইডি সহ বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। 

প্রসঙ্গত, সম্প্রতি অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ-এর যৌথ অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং নওদা থানা এলাকা থেকে 'এবিটি'-র  যে চারজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে আব্বাস আলি নামে এক জঙ্গি বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি ভুয়ো নথি  ব্যবহার করে ভারতীয় আধার এবং ভোটার কার্ড তৈরি করে ফেলেছিল। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতি থানা এলাকায় ভুয়ো আধার কার্ড তৈরির এই চক্রের কাছ থেকে কোনও বাংলাদেশি নাগরিক ইতিমধ্যে ভারতীয় আধার কার্ড তৈরি করে ফেলেছে কিনা, তা এখন পুলিশকে ভাবাচ্ছে । পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিরা এই চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের নাম জানিয়েছেন। তাঁদের সন্ধানেও তল্লাশি শুরু করেছে সুতি থানার পুলিশ।


murshidabadcrimenews

নানান খবর

নানান খবর

যুবসমাজে ফুসফুসে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! নেপথ্যে কি শুধুই ধূমপান না পরিবেশ দূষণও

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ প্রায় ২৫ জন কিশোর

মাধ্যমিকে তৃতীয়, মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ঈশানি চক্রবর্তী

এবছর মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান পেল বাঁকুড়ার সৌম্য এবং মালদার অনুভব

মাধ্যমিকে প্রথম, ভবিষ্যতে চিকিৎসক হতে চায় অদৃত 

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া