আজকাল ওয়েবডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই সকলের নজর রয়েছে এই ইস্যুতে। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল অধিবেশনের প্রথম দিনেই সংসদে মহুয়া মৈত্রের ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়বে লোকসভার স্পিকারের কাছে। তবে সেদিন ওই রিপোর্ট জমা পড়েনি। বৃহষ্পতিবার জানা গিয়েছিল, শুক্রবার লোকসভায় জমা পড়বে ওই রিপোর্ট। বৃহস্পতিবার সুদীপ বন্দোপাধ্যায়ের একথা জানিয়েছিলেন। অর্থাৎ আজই ঠিক হয়ে যাবে, সংসদে মহুয়া আর থাকবেন কিনা সেই প্রসঙ্গে। শুক্রবার সকালেই সংসদে হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। শুরুতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর মুখে শোনা যায়, "আমাদের বাংলায় একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের অসত্যের কাছে কভু নত নাহি কর শির।" মাথা নত যে তিনি করবেন না, সেই বার্তা আগেও বহুবার দিয়েছেন সাংসদ। শুক্রবার তারসঙ্গেই বলেন, "দেবী দুর্গা এসে গিয়েছে।" সঙ্গেই বলেন, "যাঁরা বস্ত্রহরণ করেছেন তাঁরা এবার লোকসভায় মহাভারতের যুদ্ধ দেখবেন।" মহুয়ার পাশে আগেই দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ইন্ডিয়া জোটের শরিক দলগুলিও রয়েছে তাঁর পাশে। শুক্রবার শুরুতেই তুমুল হট্টোগোলে মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। ১২টা পর্যন্ত মুলতুবি। তারপরেই পেশ হবে এথিক্স কমিটির রিপোর্ট।
