আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফি থেকে ছিটকে গেল বাংলা। এদিন হরিয়ানার কাছে ৭২ রানে হার মানে বঙ্গব্রিগেড। টস জিতে বাংলা প্রথমে হরিয়ানাকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে ২৯৮ রান করে হরিয়ানা। জবাবে বাংলার ইনিংস শেষ হয়ে যায় ২২৬ রানে। হরিয়ানা পৌঁছল কোয়ার্টার ফাইনালে। গ্রুপ ই থেকে দ্বিতীয় হয়ে নক আউট পর্বে পৌঁছেছিল বাংলা। অন্যদিকে হরিয়ানা গ্রুপ এ থেকে দ্বিতীয় হয়ে পৌঁছেছিল নক আউট পর্বে।
হরিয়ানার বিরুদ্ধে মহম্মদ সামি তিনটি উইকেট নেন। তাঁর দুরন্ত বোলিং দেখার পরে অনেকেই মনে করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে হয়তো ডাক পাবেন বঙ্গপেসার। কিন্তু সামির তিন উইকেটও জেতাতে পারল না বাংলাকে।
হরিয়ানার পার্থ (৬২), নিশান্ত সিন্ধু (৬৪) ও সুমিত কুমার (৪১*) উল্লেখযোগ্য রান করেন। নির্ধারিত ৫০ ওভারে হরিয়ানা ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান করেন।
হরিয়ানার রান তাড়া করতে নেমে একমাত্র লড়লেন অভিষেক পোড়েল। ৫৭ রান করেন বাংলার ওপেনার। তাঁর ইনিংসে সাজানো ছিল ৬টি বাউন্ডারি। সুদীপ ঘরামি (৩৬) ও অনুষ্টুপ মজুমদার (৩৬) ছাড়া আর কেউই সেভাবে টিকতে পারেননি। অভিজ্ঞ অভিমন্যু ঈশ্বরণও জেতাতে পারেননি বাংলাকে।
