আজকাল ওয়েবডেস্ক: হাড় কাঁপানো ঠান্ডা। ঘন কুয়াশার চাদরে ঢাকা বিস্তীর্ণ এলাকা। বঙ্গে এখনও সেভাব শীত না এলেও, উত্তর ভারত একপ্রকার জুবুথুবু প্রবল শৈত্য প্রবাহের সামনে। জানুয়ারির ৩ তারিখ, অর্থাৎ বছরের প্রথম সপ্তাহের পরিস্থিতি তেমনটাই।
গত কয়েকদিনের মতো শুক্রবারও শৈত্য প্রবাহ অব্যাহত দিল্লিতে। সঙ্গে ঘন কুয়াশা। পরিস্থিতি বিচারে দিল্লি বিমানবন্দর দিনভর বিমান উড়ানে বিলম্বের বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে সকালেই। সমস্ত যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
স্পাইসজেট সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, দিল্লির আবহাওয়ার কারণে, এদিন যাওয়া এবং আসার সমস্ত বিমানের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। শুধু দিল্লি নয়, উত্তর ভারতের একাধিক জায়গায় ঘন কুয়াশার আস্তরণ, সেটাও উড়ানে বড় বিষয়। এদিন সকাল আটতায়, দিল্লির পালাম বিমান বন্দরে দৃশ্যমানতা ছিল শূন্য। সফদরজঙ্গ বিমানবন্দরে ৫০ মিটার দৃশ্যমানতা ছিল। একই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে দিল্লির বাতাসের গুণগত মানও। তবে শুধু বিমান নয়, প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লিতে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে। ট্রেন চলছে বেশ কিছুটা দেরিতে। এদিন সকালে অন্তত ২৪টি ট্রেন দেরিতে চলছে।
আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, দিল্লিতে এই তীব্র শৈত্য প্রবাহ চলবে আরও কিছু দিন। ৬ তারিখ পর্যন্ত ঘন থেকে অতিঘন কুয়াশা ঘিরে রাখবে রাজধানীকে। গত ২৪ ঘন্টায় দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। শুধু দিল্লি নয়, ঘন কুয়াশা, তীব্র শৈত্য প্রবাহ দিল্লি, লখনউ, বেঙ্গালুরু, অমৃতসরেও।
