আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবার ভোর বেলায় হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে আগুন আতঙ্ক। 
জানা গেছে সকাল ৬.‌৩৫ নাগাদ ভুবনেশ্বর–হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে কটক স্টেশনে দাঁড়িয়েছিল। আচমকাই ২ নম্বর প্ল্যাটফর্মে একটি কোচের নিচ থেকে কালো ধোঁয়া বেরতে থাকে। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আগুন আতঙ্কে ট্রেনে শোরগোল পড়ে যায়। এরপর ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। যদিও কামরার ভিতরে কোনও আগুন লাগেনি, যে আগুন ও ধোঁয়া দেখা গিয়েছিল, তা পুরোটাই কামরার বাইরের দিকে নীচের অংশে। আগুন লাগার ঘটনায় হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস বেশ কিছুক্ষণ কটক স্টেশনে দাঁড়িয়ে ছিল। রেল সূত্রে খবর, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সামান্য ধোঁয়া দেখা গিয়েছিল। দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রায় ৩০ মিনিট পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।