আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতে খামখেয়ালি আবহাওয়া। জাঁকিয়ে ঠান্ডার আমেজের মাঝে আবারও বৃষ্টির ভ্রুকুটি। বছরের প্রথম দিকেই বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। আগামী সপ্তাহে ভিজবে উত্তরবঙ্গের একাধিক জেলা। ফলে কনকনে ঠান্ডার আমেজ আরও অনুভূত হতে পারে। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ দিন বাংলার কোনও জেলায় তাপমাত্রার হেরফের হবে না। আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আজ একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। 

 

হাওয়া অফিস আরও জানিয়েছে, আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ৭ জানুয়ারি উত্তরবঙ্গের চার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।