আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর লোকসভা নির্বাচন দেশে। তার আগেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরিষ্কার হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের অবস্থা। এবার বিজেপির চিন্তা তিন রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে। নির্বাচেনর প্রচারে বিজেপি এবার মুখ্যমন্ত্রীর মুখ সামনে আনেনি, উল্টে মোদিকে সামনে এনে প্রচার চালিয়েছে। স্বাভাবিক ভাবেই তিন রাজ্যে জয়ের পর মুখ্যমন্ত্রীর কুর্সিতে কারা বসবেন, সেদিকে নজর সব পক্ষের। ইতিমধ্যে মঙ্গলবার মোদির বাসভবনে বৈঠকে বসেছিলেন অমিত শাহ, জে পি নাড্ডা। এসবের মাঝেই আগামীকাল সংসদীয় বৈঠক বিজেপির। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দলের সকল সাংসদ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সেখানেও আলোচনা হবে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে। তিন রাজ্যে ক্ষমতায় কারা বসবেন, আগামী ৫ বছর রাজ্য চালানোর জন্য মন্ত্রিসভা কেমন হবে, লোকসভা নির্বাচনের ঠিক আগে বিজেপির কাছে এই বাছাই পরিকল্পনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে মধ্যপ্রদেশে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম শীর্ষে রাখা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং নরেন্দ্র সিং তোমরের নামও রয়েছে। বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে রাজস্থানে। সেখানে বসুন্ধরা রাজে, গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, দিয়া কুমারির নাম রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার বলে খবর সূত্রের। এর পাশাপাশি অরুণ কুমার সাও, ধরমলাল কৌশিক এবং ওপি চৌধুরির নামও উঠে এসেছে। বিজেপির শীর্ষনেতৃত্বই এবার ঠিক করবে কার হাতে তারা দায়িত্ব দেবে। আর সেই কারণেই দলের ভেতরেও দফায় দফায় চলছে আলোচনা। অন্যদিকে বুধবার দিল্লিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদের দাবিদার দিয়া কুমারী জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লিতে।
