শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | উঠেছিল মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ, সোমবার সন্দেশখালিতে মমতার সভায় মাঠ জুড়ে তাঁরাই

Riya Patra | ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: মাত্র এক বছর আগে মহিলারাই প্রথম অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন। বছর ঘুরতেই সেই মহিলারাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় আবেগে ভাসলেন। সোমবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির প্রশাসনিক সভার মাঠ স্থানীয় মহিলারাই ভরিয়ে দিলেন। তাঁরা অনেকেই নদী পেরিয়ে সকাল সকাল মুখ্যমন্ত্রীর সভার মাঠে পৌঁছন। আর তা দেখে আপ্লুত রাজ্যের প্রশাসনিক প্রধান। মঞ্চ থেকেই তিনি মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন, 'মা-বোনেরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের পাগুলোয় অন্তর থেকে প্রণাম জানাই। আপনাদের পদধ্বনিতে সন্দেশখালির মাটি সমৃদ্ধ হয়েছে। আপনারাই আমাদের গর্ব।'

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে থেকে বিভিন্ন দাবিতে সন্দেশখালি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিশেষ করে মহিলারা সোচ্চার হয়েছিলেন। সন্দেশখালির মা-বোনেরা অত্যাচারিত হয়েছেন বলে বিরোধীরা প্রচার শুরু করে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর বিশ্বাসে অটল ছিলেন। লোকসভা নির্বাচনের ভোট প্রচারে বসিরহাটে তিনি ঘোষণা করেছিলেন, ভোটে জয়লাভের পর সন্দেশখালিতে যাবেন। ভোটে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রায় তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে সংসদ নির্বাচিত হয়েছিলেন। যদিও তার কিছুদিন পরে হাজি নুরুলের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী সন্দেশখালির বাসিন্দাদের দেওয়া কথা রেখেছেন। সোমবার স্থানীয় ঋষি অরবিন্দ মিশন মাঠে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করলেন। এদিন সকাল থেকে সন্দেশখালির নদীপথে ঘেরা বিভিন্ন দ্বীপ থেকে হাজার হাজার মহিলা মুখ্যমন্ত্রীর সভার মাঠে হাজির হন। তাঁদের হাতে ছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড। 

বেলা গড়াতেই দেখা যায়, সভার মাঠে দুই-তৃতীয়াংশ জায়গা মহিলারাই ধরিয়ে দিয়েছেন। অনেকেই সেখানে বসার জায়গা পাননি। তাঁরা মাঠের শেষ দিকে মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য দাঁড়িয়ে ছিলেন। দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে স্থলে পৌঁছন। সবার মাঠে মহিলাদের উপস্থিতি দেখে তিনি আপ্লুত হন। বক্তব্যের শুরুতেই সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রণাম জানান। মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেন। তারপর তিনি আরও ঘোষণা করেন, 'কলকাতার স্টার থিয়েটারের নাম বদল করা হবে। আমি মা-বোনেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টার থিয়েটারের নাম বিনোদিনী করতে বলেছি।' 

মুখ্যমন্ত্রী বলেন, 'একদিন সন্দেশখালির মেয়েরা দেশের এক নম্বরে পৌঁছবে। আমি চাই, সন্দেশখালির কোনও মেয়ে মাধ্যমিকে প্রথম স্থান দখল করুক। উচ্চমাধ্যমিকে প্রথম হোক।' মুখ্যমন্ত্রীর বার্তায় সভাস্থলে উপস্থিত মহিলারা করতালিতে তাঁকে অভিনন্দন জানান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ দ্বিবেদী, দমকলমন্ত্রী সুজিত বসু, বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক সুকুমার মাহাতো-সহ অন্য জনপ্রতিনিধিরাও।


mamatabanerjeemamatabanerjeeatsandeshkhalisandeshkhali

নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া