আজকাল ওয়েবডেস্ক: একের পর এক ভূমিকম্পের জেরে আতঙ্ক ফিলিপিন্সে। সেই সময়েই ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্য ফিলিপিন্সের অ্যান্টিক প্রদেশে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ১৭ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছন আরও অনেকেই।
বুধবার প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধেয়। ইলোইলো থেকে অ্যান্টিক প্রদেশের কুলাসিতে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনাপ্রবণ এক রাস্তাতেই ঘটনাটি ঘটেছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তার তদন্ত চলছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির ব্রেক ফেল হয়েছিল। তখনই চালক নিয়ন্ত্রণ হারান।
যাত্রীবাহী বাসটি ৩০ মিটের নিচের খাদে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়। এখনও ৬ জনের চিকিৎসা চলছে।