বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ ডিসেম্বর ২০২৪ ১২ : ৩৯Riya Patra
নিতাই দে, আগরতলা: সম্প্রতি অনুষ্ঠিত নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) পূর্ণাঙ্গ অধিবেশন ত্রিপুরা রাজ্য সহ উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ব্যাপকভাবে উপকৃত করবে, এই ধরনের বৈঠকের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে আরও গতি আসবে, তেমনটাই মত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। এর পাশাপাশি সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরকে নিয়ে রাজনীতি ইস্যুতে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে মানিক সাহা জানান, বি আর আম্বেদকরের নাম ব্যবহার করে নাটক মঞ্চস্থ করছে কংগ্রেস, এই ইস্যুতে অযথা ভারতীয় জনতা পার্টিকে নিশানা করা হচ্ছে। আদতে কংগ্রেস দলই আম্বেদকর বিরোধী। তারা যা করছে সেটা জনগণকে বিভ্রান্ত করছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, কংগ্রেস কখনই ডঃ বি আর আম্বেদকরকে সম্মান করেনি। কংগ্রেস এখন তাঁর পদত্যাগের বিষয় নিয়ে নীরব। কিন্তু আমরা জানি কিভাবে তারা বি আর আম্বেদকর কে অসম্মান করেছিল। তিনি একজন কিংবদন্তি ছিলেন, কিন্তু কংগ্রেসের আমলে তাঁকে ভারতরত্ন বা পদ্মভূষণের মতো কোনও জাতীয় সম্মান দেওয়া হয়নি।
সে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন উত্তর-পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালেরা উপস্থিত ছিলেন, তাঁরা ত্রিপুরা সম্পর্কে আরও ভাল ধারণা অর্জন করেছেন। অনেক মানুষ এখনও ত্রিপুরা সম্পর্কে তেমনভাবে সচেতন নন। প্রতিনিধিরা এখানে আসার পর ত্রিপুরার বাঁশ, আগর, রাস্তাঘাট এবং পর্যটন সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছেন। এটা ত্রিপুরা রাজ্যের জন্য একটি বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটি এবং ব্যাংকার্সদেরও সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে সারা দেশের ব্যাংকাররা অংশগ্রহণ করেছিলেন। এটি আমাদের জন্য একটি উল্লেখযোগ্য বিষয়। শরনার্থীদের পুনর্বাসনের জন্য ৮০০ কোটি টাকার অধিক ব্যয় করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্রু প্রকল্পের সমস্ত কাজ এবং বাস্তবায়ন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেছেন। এনইসির মতো অধিবেশন আরও উন্নয়নমূলক কাজের গতি আনবে।
বাংলাদেশের আইনশৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে, তেমনটাই জনিয়েছেন তিনি। বলেন, ‘আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা, সীমান্তের অবস্থা, বিএসএফ, ত্রিপুরা পুলিশ এবং সিআরপিএফ-এর বর্তমান শক্তি সম্পর্কে অবগত করেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের। আগামী দিনে আমাদের কী প্রয়োজন তাও বলেছি। সবকিছু উল্লেখ করা হয়েছে এবং আরও আলোচনা করা হবে। এই বৈঠক আন্তঃরাজ্য সমন্বয় বাড়াবে।‘
নানান খবর

নানান খবর

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

কুলগাঁওয়ে জঙ্গি দলের খোঁজ পেল সেনা, চলছে গুলির লড়াই

ভারতীয় সেনাবাহিনীতে এক লক্ষেরও বেশি সেনা ঘাটতি

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

পহেলগাঁওতে জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর

রক্তাক্ত কাশ্মীর! পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা, বিস্ফোরক দাবি এক মহিলার

'মোদিকে গিয়ে বলুন', স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা স্ত্রী পল্লবীর

ভালবেসে বিয়ে করেছিলেন, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করল বাপের বাড়ির লোক! তারপর...

মহিলা সহকর্মীকে খুন করে দেহ টুকরো করে দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

নিজের বাড়িতেই বন্দি ছিলেন, স্বামী মারতে চেয়েছিলেন তাঁকেই? প্রাক্তন ডিজিপি খুনে বিস্ফোরক স্ত্রী

চিকেন পক্সকে বাঙালিরা 'মায়ের দয়া' বলে থাকেন? নেপথ্যে কোন ইতিহাস রয়েছে

রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির