আজকাল ওয়েবডেস্ক: কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যাত্রীদের জন্য খুশির খবর। এবার থেকে এখানে মাত্র ১০ টাকায় চা এবং ২০ টাকায় সিঙাড়া পাওয়া যাবে। বিমানবন্দর চত্বরে উড়ান যাত্রী ক্যাফেতে গেলেই মিলবে এই সুবিধা। এটি একটি পাইলট প্রোজেক্ট।
কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, বিমানবন্দর চত্বরে যাতে যাত্রীরা কম পয়সায় বেশি সুবিধাজনক খাবার পেতে পারেন সেদিকে জোর দিতেই এই ধরণের একটি প্রোজেক্ট শুরু করা হয়েছে। শুধু চা বা সিঙাড়া নয়, এখানে রয়েছে ১০ টাকায় জলের বোতল এবং ২০ টাকায় কফি। বেশ কয়েকটি মিষ্টির ব্যবস্থাও রয়েছে এই ক্যাফেতে। সেগুলির দামও রয়েছে ২০ টাকা করে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, উড়ান যাত্রী ক্যাফে শুধু একটি খাবার জায়গা নয়, এটি প্রমাণ করবে যাত্রীদের কথা মাথায় রেখেই কাজ করছে কেন্দ্রীয় সরকার। অনেক সময় দেখা যায় বিমানবন্দর চত্বরে বেশি দাম দিয়ে অনেক যাত্রীরাই এই খাবারের জিনিসগুলি কিনে নেন। তবে এবার সেদিন শেষ। এবার থেকে সমস্ত খাবার অল্প দামেই মিলবে এই ক্যাফে থেকে।
তিনি আরও বলেন, দেশের কয়েকটি প্রধান বিমানবন্দরে প্রাথমিকভাবে এই পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে। তবে যদি এর সঠিক চাহিদা দেখা যায় তাহলে দেশের বাকি বিমানবন্দরেও এই ধরণের ক্যাফে চালু করা হবে।
প্রসঙ্গত, এই বিষয়ে সবার আগে সরব হয়েছিলেন আপের সাংসদ রাঘব চাড্ডা। তারপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এই ক্যাফে খোলা নিয়ে রাঘব চাড্ডা বলেন, পরিবর্তনের এই ধারা দেখে তার ভাল লাগছে। সংসদে এই বিষয়টি নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। তারপর এই ব্যবস্থা গ্রহণ করা একটি পজিটিভ দিক। তিনি আশা করেন দেশের অন্য বিমানবন্দরেও এই ধরণের ব্যবস্থা চালু করা হবে।
