আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে বাবার মন্তব্য নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেট থেকে ছেলের আকস্মিক অবসর নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন অশ্বিনের বাবা। তাঁর দাবি, অনেক কারণের মধ্যে অশ্বিনকে হয়তো ‘অসম্মানিত’ হতে হয়েছিল। সেই কারণে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় স্পিনার। তিনি জানান, ছেলের এই সিদ্ধান্তে পুরো পরিবার হতবাক হয়ে গিয়েছে। রবিচন্দ্রনের এই মন্তব্য নিয়ে উত্তেজনা ছড়ায়। এরপরেই অশ্বিন সোশ্যাল মিডিয়ায় এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
My dad isn’t media trained, dey father enna da ithelaam ????????.
— Ashwin ???????? (@ashwinravi99)
I never thought you would follow this rich tradition of “dad statements” .????
Request you all to forgive him and leave him alone ???? https://t.co/Y1GFEwJsVcTweet by @ashwinravi99
অশ্বিন এক্স হ্যান্ডেলে করা তাঁর পোস্টে স্পষ্ট লেখেন, ‘আমার বাবা মিডিয়া ট্রেন্ড নন। আমি ভাবিনি যে বাবার মন্তব্যকে সবাই এমনভাবে নেবে। বাবারা এরকম বলেই থাকেন। সকলকে অনুরোধ করছি আমার বাবাকে ক্ষমা করে দিন এবং তাঁকে একা থাকতে দিন’। এক সংবাদমাধ্যমকে রবিচন্দ্রন জানিয়েছিলেন, ‘অবসর গ্রহণ ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের ইচ্ছায় অবসর নিয়েছে। আমি এই ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইনি কোনওদিন। কিন্তু যেভাবে ও অবসর নিয়েছে, তার পিছনে একাধিক কারণ থাকতে পারে। সেটা একমাত্র অশ্বিনই জানে। অসম্মানিত হওয়ায় হয়তো ক্রিকেট ছাড়ল। আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছি, এবিষয়ে কোনও সন্দেহই নেই। ১৪-১৫ বছর ধরে খেলছে। হঠাৎ করে সরে গেলে একটা ধাক্কা তো লাগেই’। বাবার এই মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া জুড়ে। পরিস্থিতিকে হালকা করতেই এবার ময়দানে নামতে হল অশ্বিনকে।
