আজকাল ওয়েবডেস্ক: সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। বিয়ের মরসুমে খানিকটা স্বস্তি গ্রাহকদের। শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর কলকাতায় দাম কমল এই হলুদ ধাতুর। 

সোনার দাম এক ধাক্কায় কমেছে প্রায় এক হাজার টাকা। শনিবার কলকাতায় হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১ গ্রামের দাম ৭৩৯৫ টাকা। ১০ গ্রামের দাম ৭৩৯৫০ টাকা। গত কালের চেয়ে এক হাজার টাকা কম। শুক্রবার হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৭৪,৯৫০ টাকা। ২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১ গ্রামের দাম ৭৭৮০ টাকা এবং ১০ গ্রামের দাম ৭৭৮০০ টাকা। পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১ গ্রামের দাম ৭৭৪০ টাকা এবং ১০ গ্রামের দাম ৭৭৪০০ টাকা। ২৪ ক্যারাটের সোনার দাম শুক্রবারে চেয়ে ১০৫০ টাকা কমেছে।

অক্টোবরে উৎসবের মরসুমে সর্বকালীন উচ্চতায় উঠেছিল সোনার দাম। ওই সময়ে চাহিদা বৃদ্ধি পাওয়ায় হু-হু করে চড়তে থাকে হলুদ ধাতুর দর। অক্টোবরে একটা সময়ে ৮১ হাজার ৫০০ টাকায় উঠে গিয়েছিল সোনার দাম। এর পর চাহিদা কমে যাওয়ায় দর নেমে আসে সাড়ে ৭৪ হাজারে। ডিসেম্বরে এখনও পর্যন্ত ৮০ হাজারের মধ্যেই রয়েছে সোনার দাম। গত এক সপ্তাহে বেশ কয়েকবার সোনার দাম বৃদ্ধি পেলেও শনিবার বেশ খানিকটা কমেছে।