আজকাল ওয়েবডেস্ক : সনাতন ধর্মকে অবহেলা করেছে কংগ্রেস। তিন রাজ্যে বিজেপির উত্থানের পিছনে অন্যতম কারণ হিসাবে সনাতন ধর্মের প্রসঙ্গই তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যে অভাবনীয় সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। টানা ৫ বার মধ্যপ্রদেশের জয় বিজেপির। রাজস্থান, ছত্তিশগড় থেকে কংগ্রেসকে হারিয়ে ফের ক্ষমতা দখল করেছে বিজেপি। মোদি ম্যাজিকে একেবারে ধরাশায়ী কংগ্রেস শিবির। গেরুয়া শিবিরের এই জয়ের পিছনে খানিকটা ভূমিকা রয়েছে সনাতন ধর্ম বিতর্কের, এমনটাই মনে করেন অনেক বিশেষজ্ঞই। এদিন ভেঙ্কটেশ প্রসাদ বলেন, সনাতন ধর্মকে নিন্দা করলে তার ফল মিলবেই। বিশাল জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অসাধারণ নেতৃত্বের পাশাপাশি দলের কর্মীরা দারুণ কাজ করেছেন। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে সনাতন অ্যাবলিশন কনফারেন্সে যোগ দিয়ে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। তাঁর মন্তব্যের জেরে একাধিক মামলা দায়ের করা হয়।