মুফতি শাহ মীর। পরিচয় ধর্মীয় নেতার। শুক্রবার রাতে বালুচিস্তানের তুরবাতে একটি মসজিদে গিয়েছিলেন। ফেরার পথে একেবারে সামনে থেকে গুলি করে খুন করা হয় তাঁকে। মীরের বিরুদ্ধে অভিযোগ, ভারতের প্রাক্তন নৌসেনা কুলভূষণ যাদবকে ইরান-পাক সীমান্ত থেকে অপহরণ কাণ্ডে আইএসআই-কে সাহায্য করেছিলেন তিনি।
2
7
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সেখানকার ধর্মীয় নেতা মীরকে এর আগেও দু’বার হত্যার চেষ্টা চলেছিল। তবে কোনওরকমে তিনি দু’বারই প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গিয়েছিলেন। তবে এবার আর শেষরক্ষা হল না।
3
7
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মীর মৌলবাদী দল জমিয়ত উলেমা-ই-ইসলাম (জেইউআই) এর সদস্য ছিলেন।বালুচিস্তানে তাঁর উত্থান হয় ধর্মীয় নেতা হিসেবেই। তবে তাঁর বিরুদ্ধে রয়েছে বড় অভিযোগ।
4
7
বেশকয়েকটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ধর্ম প্রচারের আড়ালে অসামাজিক কাজকর্ম, যেমন অস্ত্র এবং মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন তিনি। আইএসআই ঘনিষ্ঠ বলেও অভিযোগ।
5
7
তবে সাম্প্রতিককালে তাঁর এই সংস্থার সঙ্গে দূরত্ব বাড়ছিল বলেও বেশকিছু প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে উল্লেখ্য, গত সপ্তাহেই মীরের দল অর্থাৎ জেইউআই-এর অপর দুই সদস্যকে একইভাবে গুলি করে খুন করা হয়েছে।
6
7
শুক্রবার রাতে অজ্ঞাতপরিচদের নিশানায় ছিলেন মীর। মসজিদ থেকে বেরনোর পরেই খুব কাছ থেকে গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
7
7
কিন্তু কাদের নিশানায় মীর, গুলি চালাল কারা? জোর তোলপাড় বালুচিস্তানে। শুরু হয়েছে তদন্ত।