
রবিবার ২৫ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: শুরু হতে চলেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ডিসেম্বর থেকেই কলকাতা জুড়ে জমে উঠবে ছবির মেলা। নানা স্বাদের সিনেমা চেখে দেখার অপেক্ষায় চলচ্চিত্র উৎসবমুখী কলকাতার দর্শক। শুক্রবার রবীন্দ্র সদনে হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন। অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেস্টিভ্যাল চেয়ারম্যান ও পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা অর্জুন চক্রবর্তী, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রমুখ।সেখানেই ঘোষণা হল এবারের ফোকাস দেশ ফ্রান্স।
জন্মশতবর্ষ উপলক্ষে এবারের ফেস্টিভ্যালে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে তপন সিংহ, মার্লন ব্র্যান্ডো, মার্সেল্লো মাস্ত্রোইয়ান্নি, সেরগেই পারাজানভ, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কিনেনি নাগেশ্বর রাও, বংশী চন্দ্রগুপ্ত, মহম্মদ রফি, তালাত মাহমুদ ও সুরকার মদন মোহনকে। বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে কুমার সাহানি, অ্যালায়েন ডেলন, অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও মনোজ মিত্রকে।
উৎসবে প্রদর্শিত হবে তপন সিনহা পরিচালিত 'কাবুলীওয়ালা', 'নির্জন সৈকতে', 'গল্প হলেও সত্যি' ও 'হারমোনিয়াম' ছবি। মার্লন ব্র্যান্ডো অভিনীত 'দ্য গডফাদার' এবং 'ভিভা জাপাটা' রয়েছে এই তালিকায়। শতবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলির তালিকায় রয়েছে মার্সেলো মাস্ত্রোরোইয়ান্নির 'লা দোলচে ভিতা', সের্গেই পারাজানাভের 'দ্য কালার অফ পোমিগ্রেনেটস্', হরিসাধন দাশগুপ্তের 'একই অঙ্গে এত রূপ'। তালিকায় জায়গা করে নিয়েছে অরুন্ধতী দেবীর 'ভগিনী নিবেদিতা' এবং আক্কিনেনি নাগেশ্বর রাও-এর 'দেবাদাসু'।
এ বছর প্রতিযোগিতা বিভাগে মোট ২৪৫৯টি ছবির মনোনয়ন জমা পড়েছে। প্রতিযোগিতায় মনোনীত হয়েছে ৪২টি পূর্ম দৈর্ঘের ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। এ ছাড়াও ১০৩টি ছবি দেখানো হবে, যা কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। এ বার ২৯টি দেশ অংশগ্রহণ করেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শহরের ২০টি জায়গায় সিনেমা প্রদর্শিত হবে। দেখানো হবে মোট ১৭৫টি ছবি।
সারা বছর ধরে অপেক্ষার পর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে আসা দেশবিদেশের ছবি দেখতে আপাতত মুখিয়ে সিনেমাপ্রেমী দর্শক।
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!