আজকাল ওয়েবডেস্ক: ফুটবলার থেকে রাষ্ট্রপ্রধান। এরকম ঘটনা আগেও ঘটেছে। হাতের কছেই রয়েছে লাইবেরিয়ার বিখ্যাত ফুটবলার জর্জ উইয়ার উদাহরণ। ফুটবল মাঠ কাঁপানো উইয়া ব্যালন ডি' অর জয়ী। তিনিই হয়েছিলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট। এবার সেই ফুটবল ময়দান থেকেই জর্জিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন ফুটবলার মিখেইল কাভেলাশভিলি। 

৫৩ বছর বয়সের কাভেলাশভিলি ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ম্যাঞ্চেস্টার সিটিতে খেলেছিলেন। স্ট্রাইকার কাভেলাশভিলি ম্যান সিটির হয়ে ২৮টি ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৩টি। এই পরিসংখ্যান তাক লাগিয়ে দেওয়ার মতো নয় অবশ্যই। কিন্তু ম্যান সিটির প্রাক্তন এই ফুটবলারকে সেই ক্লাবের সমর্থকরা মনে রেখেছেন তাঁর প্রথম ম্যাচের জন্য। 
ডার্বিতে নতুন তারার জন্ম হয়। ডার্বিতেই আবার তারা খসে যায়। ম্যাঞ্চেস্টার ডার্বি ছিল কাভেলাশভিলির ম্যান সিটির জার্সিতে প্রথম ম্যাচ। অভিষেক ম্যাচেই গোল পেয়েছিলেন তিনি। প্রথম ম্যাচেই কেউ যদি গোল পায় তাঁর কথা দীর্ঘদিন মনে রাখেন সমর্থকরা। কাভেলাশভিলিকেও সেভাবেই মনে রেখেছেন ম্যাঞ্চেস্টার সিটির সমর্থকরা। ম্যান ইউ অবশ্য ৩-২ গোলে সেই ডার্বিতে জিতেছিল। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হারের কয়েকদিন পরে  প্রিমিয়ার লিগ থেকে নেমে যায় ম্যান সিটি। 
জাতীয় দলের জার্সিতে কাভেলাশভিলি ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত খেলেছেন। ৪৬টি ম্যাচে ৯টি গোল ছিল তাঁর। জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন পান প্রাক্তন এই ফুটবলার। আর তার ফলেই একপ্রকার স্থির হয়ে গিয়েছে জর্জিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন  কাভেলাশভিলি। জর্জিয়ার প্রেসিডেন্ট পদটা অবশ্য আলঙ্কারিক।