শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ নভেম্বর ২০২৪ ১৯ : ১২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদে জাল নোট পাচারের চেষ্টা করতে গিয়ে মঙ্গলবার সন্ধ্যে নাগাদ রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই ব্যক্তি। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬৫ হাজার টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই ৫০০ টাকা মূল্যের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নূর মহম্মদ শেখ এবং মহম্মদ আতাউর রঘুনাথগঞ্জ থানার বাণীপুর এবং উমরপুর এলাকার বাসিন্দা।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'ধৃতরা কোথা থেকে এই জাল নোট পেয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। আগামিকাল তাদের পুলিশি হেফাজতের আবেদন করে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।'
রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ তারা গোপন সূত্রে খবর পান রঘুনাথগঞ্জ থানার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে এমডিআই মোড়ের কাছে নূর এবং আতাউর বিপুল পরিমাণ জাল নোট নিয়ে এক ব্যক্তিকে হস্তান্তর করার জন্য এসেছে। এরপরই সাদা পোশাকের পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৫০০ টাকার জাল নোটগুলি।
ধৃতদের মোবাইল ফোন ঘেঁটে পুলিশ কর্তাদের অনুমান, তারা জাল নোট ছাড়াও আরও কয়েকটি বহু মূল্যবান জিনিসের চোরাচালানের সঙ্গে যুক্ত। এই সংক্রান্ত বেশ কিছু তথ্যও পুলিশ কর্তারা হাতে পেয়েছেন। তবে পরবর্তী তদন্তের স্বার্থে পুলিশ এখনই তা বিস্তারিত জানাতে অস্বীকার করেছে।
পুলিশের ওই আধিকারিক জানান, 'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি এরা দীর্ঘদিন ধরেই জাল নোট ছাড়াও আরও বেশ কয়েকটি জিনিসের চোরাচালানের সঙ্গে যুক্ত। সম্প্রতি বাংলাদেশ থেকে মালদহ হয়ে তারা এই জাল নোটগুলি মুর্শিদাবাদ জেলাতে হাতবদলের জন্য নিয়ে এসেছিল। ধৃত ব্যক্তিদের লক্ষ্য ছিল উন্নতমানের এই জাল নোটগুলি মুর্শিদাবাদের ছোট হাট এবং বাজারে চালিয়ে দেওয়া।
পুলিশের অনুমান, জাল নোট পাচারের এই চক্রের সাথে নূর এবং আতাউরের সাথে আরও বেশ কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। পুলিশ আরও জানতে পেরেছে, ধৃতরা কেবলমাত্র মুর্শিদাবাদ নয় আশেপাশের কয়েকটি জেলা এবং রাজ্যেও জাল নোট এবং অন্য কিছু বহু মূল্যবান সামগ্রী পাচার করার কাজে জড়িত ছিল।
নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা