অতীশ সেন, ডুয়ার্স: বন্ধ হয়ে গেল বানারহাটের রিয়াবাড়ি চা বাগান। শুক্রবার সকালে রোজকার মত শ্রমিকরা চা বাগানে কাজে গিয়ে দেখেন, চা বাগানে বাগান পরিচালন কর্তৃপক্ষের কেউ নেই। পরে তারা জানতে পারেন, রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গিয়েছে বাগান পরিচালন কর্তৃপক্ষ। ফলে একধাক্কায় কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১৫০০ শ্রমিক।
দীর্ঘদিনের লড়াইয়ের মাধ্যমে দৈনিক আট ঘণ্টার কাজের অধিকারের স্বীকৃতি শ্রমিকরা পেয়েছেন। নতুন শ্রম আইনে শ্রমিকদের কাজের সময় আট ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করার খবর ছড়াতেই দেশ জুড়ে শ্রমিকরা এর প্রতিবাদ শুরু করেন। তবে ছয় ঘন্টার বেশি কাজ করবেন না–এমন দাবিতে আন্দোলন কিছুটা ভিন্ন। রিয়াবাড়ি চা বাগানের শ্রমিকরা এমন দাবিতেই আন্দোলন করছিলেন। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের ঠিক আগে বানারহাটের রিয়াবাড়ি চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় ও প্রায় দেড় হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে ব্লক প্রশাসন। রিয়াবাড়ি চা বাগানের বিভিন্ন শ্রমিক সংগঠন জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে মালিকপক্ষ শ্রমিকদের চা বাগানে আট ঘন্টা কাজের কথা বলে আসছিলেন। এই বাগানের শ্রমিকরা ছয় ঘন্টা কাজ করতেন। ফলে মালিকপক্ষের নতুন নিয়ম তারা মানতে চাননি। এই নিয়ে ডেপুটি লেবার কমিশনার অফিসে একপ্রস্থ বৈঠকও হয়। এর পর বাগানে স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু হয়েছিল। তবে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বাগান কর্তৃপক্ষ বিনা নোটিশে বাগান ছেড়ে চলে যায়।
দীর্ঘদিনের লড়াইয়ের মাধ্যমে দৈনিক আট ঘণ্টার কাজের অধিকারের স্বীকৃতি শ্রমিকরা পেয়েছেন। নতুন শ্রম আইনে শ্রমিকদের কাজের সময় আট ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করার খবর ছড়াতেই দেশ জুড়ে শ্রমিকরা এর প্রতিবাদ শুরু করেন। তবে ছয় ঘন্টার বেশি কাজ করবেন না–এমন দাবিতে আন্দোলন কিছুটা ভিন্ন। রিয়াবাড়ি চা বাগানের শ্রমিকরা এমন দাবিতেই আন্দোলন করছিলেন। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের ঠিক আগে বানারহাটের রিয়াবাড়ি চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় ও প্রায় দেড় হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে ব্লক প্রশাসন। রিয়াবাড়ি চা বাগানের বিভিন্ন শ্রমিক সংগঠন জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে মালিকপক্ষ শ্রমিকদের চা বাগানে আট ঘন্টা কাজের কথা বলে আসছিলেন। এই বাগানের শ্রমিকরা ছয় ঘন্টা কাজ করতেন। ফলে মালিকপক্ষের নতুন নিয়ম তারা মানতে চাননি। এই নিয়ে ডেপুটি লেবার কমিশনার অফিসে একপ্রস্থ বৈঠকও হয়। এর পর বাগানে স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু হয়েছিল। তবে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বাগান কর্তৃপক্ষ বিনা নোটিশে বাগান ছেড়ে চলে যায়।
