আজকাল ওয়েবডেস্ক: সবচেয়ে লম্বা চুল। বিশ্বরেকর্ড গড়েছেন উত্তরপ্রদেশের এক মহিলা। ৪৬ বছর বয়সী স্মিতা শ্রীবাস্তবের মাথায় ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুল রয়েছে। ১৪ বছর বয়স থেকে চুল বড় করেছেন তিনি।
চুল বড় করার পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন স্মিতার মা। লম্বা চুলের ভারতীয় অভিনেত্রীরাও ছিলেন স্মিতার অনুপ্রেরণা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে স্মিতা বলেছেন, ‘ভারতীয় সংস্কৃতিতে দেবীদের খুব লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ মনে করা হয়, তাই মহিলারা চুল বড় করতেন। লম্বা চুল মহিলাদের সৌন্দর্য বাড়ায়।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, সপ্তাহে দু’বার নিজের চুল ধুয়ে নেন স্মিতা। লম্বা হওয়ার কারণে বিছানায় দাঁড়িয়ে নীচে একটি চাদরে তিনি চুলগুলো মেলে দেন।
চুল বড় করার পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন স্মিতার মা। লম্বা চুলের ভারতীয় অভিনেত্রীরাও ছিলেন স্মিতার অনুপ্রেরণা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে স্মিতা বলেছেন, ‘ভারতীয় সংস্কৃতিতে দেবীদের খুব লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ মনে করা হয়, তাই মহিলারা চুল বড় করতেন। লম্বা চুল মহিলাদের সৌন্দর্য বাড়ায়।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, সপ্তাহে দু’বার নিজের চুল ধুয়ে নেন স্মিতা। লম্বা হওয়ার কারণে বিছানায় দাঁড়িয়ে নীচে একটি চাদরে তিনি চুলগুলো মেলে দেন।
