রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | 'সিআইএসএফ আর পুলিশের একাংশ টাকা খেয়ে কয়লাচুরি, বালিচুরিতে মদত দিচ্ছে', ব্যবস্থা নিতে বলে কড়া মমতা

UB | ২১ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৯Uddalak Bhattacharya


আজকাল ওয়েবডেস্ক: প্রশাসনিক বৈঠকে দুর্নীতি নিয়ে রণংদেহী মুখ্যমন্ত্রী মমতা ব্য়ানার্জি। কয়লাচুরি, বালিচুরি-সহ একাধিক অভিযোগ নিয়ে বারংবার তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। এবার তা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, নিচুতলার কিছু পুলিশকর্মী বা সিআইএসএফ-এর  কেউ কেউ চুরি করছে টাকা খেয়ে। তাদের মদতেই বালিচুরি বা কয়লাচুরির মতো ঘটনা ঘটছে। আর তা নিয়ে সমস্ত দোষ বারংবার দেওয়া হচ্ছে তৃণমূল নেতাদের উপর। প্রশাসনিক বৈঠক থেকে তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিলেন দ্রুত ব্যবস্থা নিতে। প্রশাসনিক বৈঠকে কিছুটা ক্ষুব্ধই শোনালো মুখ্যমন্ত্রীর স্বর। 

বৈঠকে কথা শুরু হয়েছিল আলুর দাম বৃদ্ধি ও রাজ্যে উৎপাদিত আলু রাজ্যের বাইরে চলে যাওয়া প্রসঙ্গে। যে কারণে রাজ্যের সাধারণ মানুষকে অনেক বেশি দামে আলু কিনে খেতে হচ্ছে। জানুয়ারিতে নতুন আলু ওঠার আগে পর্যন্ত এই সংকট নিয়েই প্রথম থেকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি পুলিশের একাংশ ও সিআইএসএফ-এর একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, 'কিন্তু রাজনৈতিক নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে। জনগনের টাকা কি খাওয়া উচিত? কিন্তু লোয়ার লেভেলর কিছু অফিসার, কিছু কর্মী, যারা এই সরকারকে ভালবাসে না। এবং পুলিশেরও কিছু লোক। তারা টাকা খেয়ে এসব কাণ্ড ঘটাচ্ছে। এরাই টাকা খেয়ে বালিচুরি, কয়লাচুরি, সিমেন্টচুরির সঙ্গে যুক্ত। এ ছাড়া, জয়গাঁওতে প্রচুর পাথর পড়ে আছে, কেন ভূমি দফতর ব্যবস্থা নিচ্ছে না। কেন দফতর চুপচাপ বসে আছে। আমি পরিস্কার বলেছিলাম, যত বালির জায়গা আছে, টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে, টেন্ডার করে দাও। যত বেআইনি খনি রয়েছে, বন্ধ করে দাও।'

তিনি দুর্নীতির প্রশ্নে আরও বলেন, 'সিআইএসএফ টাকা খেলেও পুলিশের ধরার অধিকার আছে। কারণ, চুরি হলে তখন বলবে, কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস। আর সিআইএসএফ আর পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, আমি এটা সহ্য করব না। কোনও রাজনৈতিক নেতা হলেও, তাঁকে ধরো, আইনের প্যাঁচে ধরো। ছেড়ো না, তাঁকে জেলে পাঠাও। আমার কোনও টাকার দরকার নেই। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি নির্বাচন করাতে আঁচল পেতে টাকা নেব। এ কথা আমি বারবার বলি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, আমি কারওর থেকে একপয়সা নিয়েছি। অন্য কেউ নিলে তুমি কেন ছাড়বে। সকলের জন্য একই আইন হবে। কেন তাঁকে ছাড়বে? কেউ, কেউ ভাবে, একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি। কিন্তু তা হবে না। আমি বাঁচাব না। সব আলু তো বেরিয়ে গিয়েছে, মাথায় রেখো।'


Mamata BanerjeeMamata Banerjee News

নানান খবর

নানান খবর

বেহালার আবাসনে আগুন, কালো ধোঁয়া গোটা এলাকায়

জিনগত কারণেই অ্যাজমা রোগের শিকার শিশুরা নাকি রয়েছে বড় কোন কারণ? কীভাবে নিরাময় সম্ভব, জানুন বিশেষজ্ঞদের মত

আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.‌৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?‌ 

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার 

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪

সোশ্যাল মিডিয়া