আজকাল ওয়েবডেস্ক:‌ পরবর্তী বিসিসিআই সভাপতি হরভজন সিং?‌ জল্পনা শুরু হয়েছে। এক সময় শচীন তেন্ডুলকারের নাম ভেসে উঠেছিল। কিন্তু শচীন নিজেই তা খণ্ডন করেছেন। এবার শোনা যাচ্ছে দেশের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংয়ের নাম।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআই)‌ আসন্ন বার্ষিক সাধারণ সভায় পাঞ্জাব ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসেবে যোগ দেবেন হরভজন। ভাজ্জিকেই বোর্ডের সভায় যোগ দেওয়ার জন্য মনোনীত করেছে পাঞ্জাব ক্রিকেট সংস্থা। 


জানা গেছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। ওই বৈঠকেই নতুন সভাপতি, সহ সভাপতি, সচিব, যুগ্ম সচিব, কোষাধ্যক্ষদের নাম ঘোষণা করা হবে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভোটাভুটি নয়, আলোচনার মাধ্যমেই সম্ভবত নতুন সভাপতি সব বোর্ডের বাকি পদাধিকারীদের মনোনীত করা হবে। তাই চূড়ান্ত না হলেও বোর্ডে বড় পদ পেতে পারেন হরভজন। এমনটাই শোনা যাচ্ছে।

 

আরও পড়ুন:‌ টি–টোয়েন্টি আন্তর্জাতিকে নতুন ইতিহাস লিখল ইংরেজরা, জানলে চমকে যাবেন...


ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার তরফে বাছা হয়েছে রঘুরাম ভাটকে। মুম্বই ক্রিকেট সংস্থা মনোনীত করেছে সঞ্জয় নায়েককে। হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা মনোনীত করেছে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান অরুণ ধূমলকে। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসেবে আছেন রাজীব শুক্লা। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার প্রতিনিধি জয়দেব শাহ। বরোদার হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রণব আমিন। তামিলনাড়ুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি তাদের সচিব আর আই পালানি।


এদিকে, হরভজন বর্তমানে পাঞ্জাব ক্রিকেট সংস্থার একজন পরামর্শদাতা। পাশাপাশি তিনি রাজ্যসভার সাংসদও। এদিকে, ভারত–পাক ম্যাচ নিয়ে এই হরভজন কিছুদিন আগে বলেছিলেন, ‘‌যে ঘটনা ঘটেছে। তারপর পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়। আমরা তো লেজেন্ডস লিগে ওদের বিরুদ্ধে খেলিনি।’‌ 

এর আগে শচীনের নাম যখন সভাপতি হিসেবে উঠে এসেছিল। তখন শচীনের ম্যানেজমেন্ট গ্রুপের তরফে এক বিবৃতিতে জানানো হয়, আসন্ন বিসিসিআই নির্বাচনের আগে শচীনের সভাপতি হওয়া নিয়ে যে গুজব ছড়িয়েছে, তার কোনও ভিত্তি নেই। বিবৃতিতে বলা হয়েছিল, ‘আমাদের নজরে এসেছে যে কিছু রিপোর্ট এবং গুজব ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে শচীন তেন্ডুলকারকে বিসিসিআই সভাপতির পদে বিবেচনা বা মনোনীত করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এমন কোনও ঘটনা ঘটেনি।’

 

আরও পড়ুন:‌ এক ম্যাচে এত রেকর্ড গড়লেন ব্রুকরা!‌ জানলে ভিরমি খাবেন


উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (AGM) সভাপতি, সহ–সভাপতি, সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ পদের জন্য নির্বাচন হবে। এর আগে উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতি ও সচিব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা হবে। জানা গিয়েছে, বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলে সাধারণ সভার একজন প্রতিনিধি এবং ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে দু’জন প্রতিনিধি নির্বাচন ও অন্তর্ভুক্তি এবারে বোর্ডের অ্যাজেন্ডায় রয়েছে। একইভাবে আইপিএল গভর্নিং কাউন্সিলে সাধারণ সভা থেকে দু’জন প্রতিনিধি এবং ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে।