আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতির সকাল থেকেই শহর এবং শহর ছাড়িয়ে একাধিক জেলায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারমধ্যে অন্যতম কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়ি। বৃহস্পতিবার পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্যর পাটুলির বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। সকাল ৯টা ১০ নাগাদ দেবরাজের তেঘরিয়ার বারিতে যান তদন্তকারী আধিকারিকরা। যদিও সেই মুহূর্তে দেবরাজ বাড়িতে ছিলেন না। কিছুক্ষণেই তিনি উপস্থিত হন। টানা কয়েকঘন্টা ধরে সেখানে তল্লাশি-জজ্ঞাসাবাদ চলার পর আচমকা দেখা যায় দেবরাজকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি থেকে বের হচ্ছেন আধিকারিকরা। যদিও দেবরাজ সেই সময় কিছুই বলতে চাননি। তিনি সাফ জানিয়েছেন, যা বলার বলবেন তদন্ত শেষ হলে। তাঁরই আর একটি বাড়িতে তল্লাশির জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর সূত্রের।
