আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আমেজ রাজ্য এবং অন্যান্য রাজ্যে। রাজ্যের কথা ধরলে, গত কয়েকদিনে অল্প করে পারদ পতন হচ্ছে বাংলায়। স্বাভাবিক ভাবেই শীতের আগেই শিরশিরানি ভাব শুরু সকাল এবং সন্ধের দিকে। বাকি সারাদিন রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি থাকলেও, দুই বেলার শিরশিরানি হাওয়া বুঝিয়ে দিচ্ছে শীতের আসার কথা।
সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুর দিনেই বেশ কিছুটা পারদ পতন হয়েছিল খাস কলকাতায়। মঙ্গলবারের তথ্য, সোমবার থেকে আরও কমল শহরের তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কমে মঙ্গলবার খাস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা১৮ ডিগ্রির ঘরে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৫। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে আরও কয়েক ডিগ্রি কোন সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন যদিও এই রকমই থাকবে তাপমাত্রা। অর্থাৎ শীতের আমেজ এলেও,এখনই জাঁকিয়ে শীত নয়, তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
কলকাতা-সহ দুই বঙ্গের জেলায় জেলায় সকাল সন্ধে কুয়াশা ঢাকা পরিস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার চাদর ভোরের দিকে।
শুধু বাংলা নয়, শীতের আমেজ অন্যান্য রাজ্যগুলিতেও। বাংলার পাশাপশি কুয়াশার চাদর সকাল সন্ধে ঢাকা দিচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, বিহারকে। কিন্তু এই শীতের মুখে ফের বৃষ্টিতে ভিজবে বেশকিছু জায়গা। আইএমডির পূর্বাভাস তেমনটাই। আবহাওয়া দপ্তর বলছে, শীতের মুখে ফের বৃষ্টিতে ভেজার সম্ভাবনা তামিলনাড়ু, কেরলের বেশকিছু জায়গার।
