আজকাল ওয়েবডেস্ক: দুপুরে জামিন পেয়েছিলেন। রাতে ফের গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগ মামলা থেকে জামিন পেয়েছিলেন বুধবার। কিন্তু বুধবার রাতে তাঁকে ফের নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে খবর সূত্রের। উল্লেখ্য, বুধবার দুপুরে উচ্চ আদালতে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ কল্যাণময়কে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছিল। তাতে বলা হয়েছিল কলকাতা পুরসভা এলাকাতেই থাকতে হবে তাঁকে। বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছিল। নিম্ন আদালতে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তবে বুধবার রাতে ফের তাঁকে গ্রেপ্তার করা হল অন্য মামলায়। অর্থাৎ জামিন পেলেও, আপাতত জেলের বাইরে বেরোতে পারছেন না তিনি। এই মামলায় তাঁকে ৬ ডিসেম্বর আদালতে পেশ করা হবে।