আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার সিদ্ধান্ত নিয়ে হতবাক ক্রিকেটপ্রেমীরা। প্রথমত বৃষ্টির পূর্বাভাস থাকা বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে কেন ব্যাট নিলেন ভারত অধিনায়ক। এ নিয়ে প্রশ্ন উঠেছিল। পঞ্চম দিনে আরও আগে রবিচন্দ্রন অশ্বিনকে কেন আক্রমণে আনা হল না। এমন প্রশ্নও তুলেছেন সমর্থকরা। অশ্বিনকে যখন আনা হয়, ততক্ষণে ম্যাচ চলে গিয়েছে নিউজিল্যান্ডের সাজঘরে। আর মাত্র ৯ রান দরকার। এই পরিস্থিতিতে অশ্বিন আর কী করবেন!
ঘরের মাঠে অশ্বিনের পারফরম্যান্স রীতিমতো ঈর্ষণীয়। সেই অশ্বিনকে ভারত অধিনায়ক রোহিত শর্মা আনলেন বহু পরে। রাচীন রবীন্দ্র ও ইয়ং খুব সহজেই খেলছিলেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপকে। সেই সময়ে অশ্বিনকে আক্রমণে আনতেই পারতেন রোহিত। কীসের জন্য প্রতীক্ষা করলেন তিনি? দীনেশ কার্তিক প্রশ্ন তুলেছেন। নেটদুনিয়ায় রোহিতকে নিয়েও প্রশ্ন উঠছে।
Abe bhai ashwin ko ek over nhi dia yar ye bnda ,kya captain h bhai ye
— Vishal (@Fanpointofviews)Tweet by @Fanpointofviews
কেউ বলছেন, ''আর এ কী ক্যাপ্টেন! এক ওভার তো অশ্বিনকে দিতেই পারত।'' রেক ভক্ত লিখেছেন, ''দু'জন বাঁ হাতি ব্যাটার ক্রিজে, অশ্বিন কোথায়?'' আরেক ভক্ত লিখেছেন, ''অশ্বিন আর কুলদীপের আগে জাদেজাকে কেন ব্যবহার করছে রোহিত?''
2 left handers, but where is Ashwin? Are you kidding me?#INDvsNZ
— Rajat (@RJcasm)Tweet by @RJcasm
কিন্তু এসব প্রশ্ন করলে উত্তর দেবে কে! রোহিত শর্মার ভুল সিদ্ধান্তে প্রথম টেস্ট ম্যাচে ভারতকে হার মানতে হল।
