আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার সিদ্ধান্ত নিয়ে হতবাক ক্রিকেটপ্রেমীরা। প্রথমত বৃষ্টির পূর্বাভাস থাকা বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে কেন ব্যাট নিলেন ভারত অধিনায়ক। এ নিয়ে প্রশ্ন উঠেছিল। পঞ্চম দিনে আরও আগে রবিচন্দ্রন অশ্বিনকে কেন আক্রমণে আনা হল না। এমন প্রশ্নও তুলেছেন সমর্থকরা। অশ্বিনকে যখন আনা হয়, ততক্ষণে ম্যাচ চলে গিয়েছে নিউজিল্যান্ডের সাজঘরে। আর মাত্র ৯ রান দরকার। এই পরিস্থিতিতে অশ্বিন আর কী করবেন!

ঘরের মাঠে অশ্বিনের পারফরম্যান্স রীতিমতো ঈর্ষণীয়। সেই অশ্বিনকে ভারত অধিনায়ক রোহিত শর্মা আনলেন বহু পরে। রাচীন রবীন্দ্র ও ইয়ং খুব সহজেই খেলছিলেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপকে। সেই সময়ে অশ্বিনকে আক্রমণে আনতেই পারতেন রোহিত। কীসের জন্য প্রতীক্ষা করলেন তিনি? দীনেশ কার্তিক প্রশ্ন তুলেছেন। নেটদুনিয়ায় রোহিতকে নিয়েও প্রশ্ন উঠছে।

 

?ref_src=twsrc%5Etfw">October 20, 2024

কেউ বলছেন, ''আর এ কী ক্যাপ্টেন! এক ওভার তো অশ্বিনকে দিতেই পারত।'' রেক ভক্ত লিখেছেন, ''দু'জন বাঁ হাতি ব্যাটার ক্রিজে, অশ্বিন কোথায়?'' আরেক ভক্ত লিখেছেন, ''অশ্বিন আর কুলদীপের আগে জাদেজাকে কেন ব্যবহার করছে রোহিত?''

?ref_src=twsrc%5Etfw">October 20, 2024

কিন্তু এসব প্রশ্ন করলে উত্তর দেবে কে! রোহিত শর্মার ভুল সিদ্ধান্তে প্রথম টেস্ট ম্যাচে ভারতকে হার মানতে হল।