অনুষ্কা শর্মা-বিরাট কোহলি, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং থেকে কিয়ারা আদবানি-সিদ্ধার্থ মালহোত্রার মতো বলি তারকাদের বিয়ের মূহূর্ত ক্যামেরা বন্দি করেছেন বিশাল পাঞ্জাবি। সিনেমার মতো করে তারকাদের বিয়ের সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দি করায়, তাঁর জুড়ি মেলা ভার।
2
6
তারকাদের সঙ্গে যেমন তাঁর ওঠাবসা রয়েছে ঠিক তেমনই অভিনেতা-অভিনেত্রীদের গোপন খবরও রয়েছে তাঁর কাছে। এক তারকার গোপন কেচ্ছা ফাঁস করেছেন বিশাল।
3
6
এক সাক্ষাৎকারে বিশাল জানান, বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই শুটিং ফ্লোরে সহ-অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন এক জনপ্রিয় অভিনেতা।
4
6
শুধু তাই নয়, স্ত্রীর হাতে ধরাও পড়েন তিনি। রেগে গিয়ে তখনই অভিনেতার স্ত্রী বিশালকে বলেন, বিয়ের কোনও ছবি, ভিডিও তাঁর চাই না।
5
6
সেই সময় ৫০ শতাংশ পারিশ্রমিক আগে নিতেন বিশাল। আর বাকিটা কাজ মিটলে নিতেন। কিন্তু হঠাৎই ছবি, ভিডিও সব বাতিল করে দেওয়ায় বিপাকে পড়েন তিনিও। অনেক বোঝালেও ওই তারকা দম্পতির মত পরিবর্তন হয় না। পরকীয়ায় স্বামীকে হাতেনাতে ধরে বিয়ের সব চিহ্ন মুছে ফেলতে চান অভিনেতার স্ত্রী।
6
6
এই ঘটনার পর থেকে পুরোপুরি ১০০ শতাংশ পারিশ্রমিক নিয়ে তবেই কাজ শুরু করেন বিশাল। তবে কোন অভিনেতার হাঁড়ির খবর ফাঁস করলেন তিনি? এই নিয়ে চলছে জল্পনা।