বুধবার ১১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Chandannagar: মেহগনি কাঠের প্রতিমা, বড় চমক বোড় চাঁপাতলার

Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৩ ১২ : ২৪Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: আস্ত মেহগনি গাছের গুড়ি খোদাই করে তৈরি হয়েছে জগদ্ধাত্রী প্রতিমা। তাও আবার তৈরি হয়েছে নিখুঁত বোড় চাঁপাতলা পুজো কমিটির প্রতিমার আদলে। টানা ৯ মাসের কিছু বেশি সময় দিতে কাঠের গুড়ি কেটে প্রতিমা তৈরি করেছেন শিল্পী পল্লব জানা। চন্দননগরের জগদ্ধাত্রী মানেই নতুন চমক। লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই প্রতিমায় নতুন চমক এনেছে বোড় চাঁপাতলা যুব সম্প্রদায় জগদ্ধাত্রী পূজা কমিটির। ৬১ তম বর্ষে বোড় চাঁপাতলা যুব সম্প্রদায়ের থিম "ইতিহাসের ইতিকথা।" মণ্ডপের থিমের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই উদ্যোক্তাদের তরফে কাঠের প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। থিমের মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে চন্দননগরের প্রাচীন নানা ইতিহাস। পর্তুগীজ, মুঘল থেকে শুরু করে ফরাসিরা, সকলেই বাণিজ্যের জন্য একদা এই চন্দননগরে ঘাঁটি গড়ে ছিল। সেই সব প্রাচীন ইতিহাসের নানা কথা মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরেছেন শিল্পী শিবশঙ্কর দাস।
বারোয়ারির অন্যতম সদস্য বলেছেন, উদ্যোক্তাদের তরফে প্রত্যেক বছরই দর্শনার্থীদের জন্য নতুন কিছু করার চেষ্টা করা হয়। এ বছর মণ্ডপের পাশাপাশি চমক আনার চেষ্ঠা চালানো হয়েছে প্রতিমায়। মেহগনি গাছের গুড়িকে কেটে কেটে তৈরি হয়েছে জগদ্ধাত্রী মূর্তি। তবে ওই মূর্তি পুজোর জন্য নয়। রীতি মেনে পুজোর জন্য তৈরি করা হয়েছে সাবেকি প্রতিমা।
চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির নিয়ন্ত্রণে মোট পুজোর সংখ্যা ১৭১টি। এই প্রত্যেক পুজোর একটা নিজস্বতা ধারাবাহিকভাবে বজায় থাকে। সেটা হল প্রতিমার মুখ। চন্দননগরে প্রত্যেক পুজো কমিটির প্রতিমায় থাকে নিজস্ব বিশেষত্ব। প্রত্যেক বছর মণ্ডপ, থিম, আলো থেকে রঙের ফারাক থাকে। তফাত থাকে প্রতিমার সাজের। তবে বিশেষত্ব একটাই, ধারাবাহিক ট্র্যাডিশন, প্রতিমার মুখ মনে করিয়ে দেয় বারোয়ারির নাম। রং বা সাজের ফারাক থাকলেও ছাঁচের প্রতিমার বড় ভরাট মুখ প্রত্যেক বছর একই রকম হয়ে থাকে। ফলে প্রতিমার মুখের গড়ন দেখে অনেকে অনাহাসেই বলে দিতে পারেন পুজো কমিটির নাম। গোটা চন্দননগরে একমাত্র গোড়া থেকেই ব্যতিক্রমী দৈবকপাড়া। কারণ এই বারোয়ারির প্রতিমা তৈরির ক্ষেত্রে কোনও রকম ছাঁচের ব্যবহার হয় না। সম্পূর্ণ প্রতিমাই তৈরি হয় হাতে। তাই প্রতিছরই এই পুজোয় বদলে যায় জগদ্ধাত্রী প্রতিমার মুখ। সম্পূর্ণ প্রতিমা তৈরি হয় হাতে। সময় লাগলেও, মণ্ডপেই কুমোরটুলির শিল্পীর হাতে ধীরে ধীরে গড়ে ওঠে দেবী হৈমন্তিকা। এ বছর ৫১ বর্ষে চন্দননগর দৈবকপাড়া সার্বজনীনের থিম জ্যোতির্ময়ী।
কোথাও উৎসবের শেষ তো কোথাও আবার উৎসবের শুরু। কালী পুজো শেষ হতেই শুরু জগদ্ধাত্রী পুজো। আলোর শহরে জগদ্ধাত্রী পুজোর বিশ্ব জোড়া নাম। শুধু হুগলি জেলা তথা রাজ্য নয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশেও। এটাই চন্দননগরের মূল উৎসব। তাই সারা বছর চন্দননগরের মানুষ এই উৎসবের অপেক্ষায় থাকে। তাইতো এক বছর জগদ্ধাত্রী পুজো মিটতেই উদ্যোক্তাদের তরফে শুরু হয়ে যায় পরের বছর নিয়ে চিন্তা ভাবনা। ট্র্যাডিশন বজায় রেখে চলে অভিনব থিম, নতুন আলো ইত্যাদির খোঁজ।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পৃথক রাজ্যের দাবিতে রেল অবরোধ কোচবিহারে, বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন, ভোগান্তি যাত্রীদের...

ধুলাগড় টোল প্লাজায় আটক গাঁজা ভর্তি গাড়ি, উদ্ধার ১৫ লক্ষ টাকার মাদক, গ্রেপ্তার এক...

ঘন কুয়াশা, উত্তুরে হাওয়ার দাপট বাংলায়, হাড়কাঁপানো ঠান্ডার স্পেল শুরু!...

উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...

বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...

কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...

চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...

দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...

ছাদ থেকে ছাগলকে ঢিল ছুঁড়তে গিয়েই হল বিপদ, মর্মান্তিক ঘটনা হরিহরপাড়ায়  ...

হাওড়ার শিবপুরে খুন করে মুর্শিদাবাদে গোপনে কবর দেওয়ার পরিকল্পনা, পুলিশি হানায় গ্রেপ্তার দুই ...

ক্ষুদ্র শিল্পে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এল ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ...

নেমে আসছে একের পর এক রসের হাঁড়ি, শীতের সকালে চলছে গুড় তৈরির কাজ  ...

‘গোপনাঙ্গ কাটার পরিকল্পনা করেই অনলাইনে ছুরি কিনেছিলাম’, ডোমজুড়ের যুবতীর বয়ানে চাঞ্চল্য...

রেলের আন্ডারপাস তৈরির সময় আচমকাই নামল ধস, মাটি চাপা পড়ে মৃত এক শ্রমিক...

অশান্ত বাংলাদেশ, সতর্কতা মালদহে, সন্দেহভাজন কাউকে দেখলেই খবর দেওয়ার পরামর্শ পুলিশের...

মিড ডে মিলের কাজে ব্যস্ত শিক্ষক, স্কুলের পরীক্ষায় পাহাড়া দিচ্ছেন রাঁধুনি! ...

বইয়ের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য পদযাত্রা চুঁচুড়ায়, সামিল বহু সাধারণ মানুষ...

দক্ষিণবঙ্গ জুড়ে শুরু নবান্ন উৎসব, সর্বমঙ্গলা মন্দিরে সাদা ভাতের সঙ্গে দেবীর ভোগে একাধিক পদ ...



সোশ্যাল মিডিয়া



11 23