বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৩ ১২ : ২৪Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: আস্ত মেহগনি গাছের গুড়ি খোদাই করে তৈরি হয়েছে জগদ্ধাত্রী প্রতিমা। তাও আবার তৈরি হয়েছে নিখুঁত বোড় চাঁপাতলা পুজো কমিটির প্রতিমার আদলে। টানা ৯ মাসের কিছু বেশি সময় দিতে কাঠের গুড়ি কেটে প্রতিমা তৈরি করেছেন শিল্পী পল্লব জানা। চন্দননগরের জগদ্ধাত্রী মানেই নতুন চমক। লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই প্রতিমায় নতুন চমক এনেছে বোড় চাঁপাতলা যুব সম্প্রদায় জগদ্ধাত্রী পূজা কমিটির। ৬১ তম বর্ষে বোড় চাঁপাতলা যুব সম্প্রদায়ের থিম "ইতিহাসের ইতিকথা।" মণ্ডপের থিমের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই উদ্যোক্তাদের তরফে কাঠের প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। থিমের মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে চন্দননগরের প্রাচীন নানা ইতিহাস। পর্তুগীজ, মুঘল থেকে শুরু করে ফরাসিরা, সকলেই বাণিজ্যের জন্য একদা এই চন্দননগরে ঘাঁটি গড়ে ছিল। সেই সব প্রাচীন ইতিহাসের নানা কথা মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরেছেন শিল্পী শিবশঙ্কর দাস।
বারোয়ারির অন্যতম সদস্য বলেছেন, উদ্যোক্তাদের তরফে প্রত্যেক বছরই দর্শনার্থীদের জন্য নতুন কিছু করার চেষ্টা করা হয়। এ বছর মণ্ডপের পাশাপাশি চমক আনার চেষ্ঠা চালানো হয়েছে প্রতিমায়। মেহগনি গাছের গুড়িকে কেটে কেটে তৈরি হয়েছে জগদ্ধাত্রী মূর্তি। তবে ওই মূর্তি পুজোর জন্য নয়। রীতি মেনে পুজোর জন্য তৈরি করা হয়েছে সাবেকি প্রতিমা।
চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির নিয়ন্ত্রণে মোট পুজোর সংখ্যা ১৭১টি। এই প্রত্যেক পুজোর একটা নিজস্বতা ধারাবাহিকভাবে বজায় থাকে। সেটা হল প্রতিমার মুখ। চন্দননগরে প্রত্যেক পুজো কমিটির প্রতিমায় থাকে নিজস্ব বিশেষত্ব। প্রত্যেক বছর মণ্ডপ, থিম, আলো থেকে রঙের ফারাক থাকে। তফাত থাকে প্রতিমার সাজের। তবে বিশেষত্ব একটাই, ধারাবাহিক ট্র্যাডিশন, প্রতিমার মুখ মনে করিয়ে দেয় বারোয়ারির নাম। রং বা সাজের ফারাক থাকলেও ছাঁচের প্রতিমার বড় ভরাট মুখ প্রত্যেক বছর একই রকম হয়ে থাকে। ফলে প্রতিমার মুখের গড়ন দেখে অনেকে অনাহাসেই বলে দিতে পারেন পুজো কমিটির নাম। গোটা চন্দননগরে একমাত্র গোড়া থেকেই ব্যতিক্রমী দৈবকপাড়া। কারণ এই বারোয়ারির প্রতিমা তৈরির ক্ষেত্রে কোনও রকম ছাঁচের ব্যবহার হয় না। সম্পূর্ণ প্রতিমাই তৈরি হয় হাতে। তাই প্রতিছরই এই পুজোয় বদলে যায় জগদ্ধাত্রী প্রতিমার মুখ। সম্পূর্ণ প্রতিমা তৈরি হয় হাতে। সময় লাগলেও, মণ্ডপেই কুমোরটুলির শিল্পীর হাতে ধীরে ধীরে গড়ে ওঠে দেবী হৈমন্তিকা। এ বছর ৫১ বর্ষে চন্দননগর দৈবকপাড়া সার্বজনীনের থিম জ্যোতির্ময়ী।
কোথাও উৎসবের শেষ তো কোথাও আবার উৎসবের শুরু। কালী পুজো শেষ হতেই শুরু জগদ্ধাত্রী পুজো। আলোর শহরে জগদ্ধাত্রী পুজোর বিশ্ব জোড়া নাম। শুধু হুগলি জেলা তথা রাজ্য নয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশেও। এটাই চন্দননগরের মূল উৎসব। তাই সারা বছর চন্দননগরের মানুষ এই উৎসবের অপেক্ষায় থাকে। তাইতো এক বছর জগদ্ধাত্রী পুজো মিটতেই উদ্যোক্তাদের তরফে শুরু হয়ে যায় পরের বছর নিয়ে চিন্তা ভাবনা। ট্র্যাডিশন বজায় রেখে চলে অভিনব থিম, নতুন আলো ইত্যাদির খোঁজ।
ছবি: পার্থ রাহা
নানান খবর

নানান খবর

মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর, বড়সড় ঘোষণা ইউসুফ পাঠানের

ঘরে ঢুকেই শুরু অত্যাচার, প্রাণে বাঁচতে মদ্যপ ছেলেকে কুড়ুলের কোপ বাবার

চ্যাংমারিতে হরিণ শাবক উদ্ধার, দলগাঁও চা বাগানে দেখা মিলল চিতাবাঘের শাবকের

সঙ্গে নিয়ে আসতেন কাশ্মীরের বিভিন্ন ফল, পাথরঘাটা গ্রামে এখন শুধুই শোকের হাওয়া

অপেক্ষার প্রহর শেষ, মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ

বিএসএফ জওয়ানদের বড় সাফল্য, আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালান ব্যর্থ করে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু সিআইএসএফ কর্মীর

বেআইনি যানবাহন বিক্রি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

পহেলগাঁও হামলার কড়া নিন্দা, এদের ক্ষমা করা যায় না, বললেন মমতা

আদালত জামিন মঞ্জুর করার পরেও মেলেনি জামিন? কারণ জানলে অবাক হবেন

তারাপীঠের হোটেলে গোপন ক্যামেরায় মহিলার স্নানের ভিডিও, গ্রেপ্তার ম্যানেজার ও রিসেপশনিস্ট

কৃষিতে নতুন দিক, কীটনাশক স্প্রে করতে মালদহে ড্রোনের ব্যবহার

মাদক পাচারের অভিযোগ দুই নেতার বিরুদ্ধে, ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

কংগ্রেস গড়ে রক্তক্ষরণ, একসঙ্গে হাত ছাড়লেন প্রায় হাজার নেতা-কর্মী

৭৫ লক্ষ টাকার ইয়াবা পাচারের চেষ্টা, কোচবিহারে পুলিশের জালে এক মহিলা সহ ৫ অভিযুক্ত