রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছে। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এই আইসিসি টুর্নামেন্টে ইতিমধ্যেই দুটি ম্যাচ জিতে সেমির টিকিট পাকা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে আইসিসি ইভেন্টে টানা ১০ জয়ের রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।
2
7
পাকিস্তানে বিরুদ্ধে জয়ের পর রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই তালিকায় নাম লিখিয়েছেন। এতদিন ধোনির কাছেই ধারাবাহিক ভাবে আইসিসি ইভেন্টে সবথেকে বেশি জয়ের রেকর্ড ছিল।
3
7
এখানে রইল সেই সমস্ত ভারতীয় অধিনায়কের তালিকা যাঁরা ভারতকে আইসিসি ইভেন্টে সবথেকে বেশি জয়ের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।
4
7
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতের অন্যতম সর্বকালের সেরা অধিনায়ক। ভারতের হয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ধোনি। পরিসংখ্যান বলছে, ভারতের হয়ে আইসিসি ইভেন্টে টানা ১২ ম্যাচ জিতেছেন এমএস।
5
7
ভারতের ওডিআই এবং টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে। ভারতের হয়ে আইসিসি ইভেন্টে টানা ১০ ম্যাচ জিতেছেন রোহিত। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টানা ম্যাচ জিতছে ভারত যা এখনও ভাঙা যায়নি।
6
7
তালিকায় এর পরের নামও রয়েছে রোহিত শর্মার। যা এসেছিল ২০২৩ সালে। সেবার ভারতে একদিনের ক্রিকেটের বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেছিল ভারত। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।
7
7
এরপর তালিকায় নাম রয়েছে আর এক প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর অধিনায়কত্বে ভারত ২০০৩ সালে আইসিসি ইভেন্টে টানা আট ম্যাচ জিতেছিল ভারত।