আজকাল ওয়েবডেস্ক: এবারের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স নীরজ চোপড়া, মানু ভাকেরের। গোটা দেশের স্পটলাইট এসেছে এঁদের ওপরেই। আর অলিম্পিকের শেষে ভাইরাল নীরজ চোপড়া এবং মানু ভাকেরের কথোপকথনের ভিডিও। ভাইরাল ভিডিওকে ঘিরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। কেউ বলছেন নীরজ এবং মানু প্রেম করছেন। আবার কারোর মতে, নীরজ এবং মানু বিয়ে করলে তাঁদের ভাল মানাবে। প্যারিসে শুটিংয়ের দুটি ভিন্ন ইভেন্টে পদক জিতে ইতিহাস গড়েছেন মানু ভাকের।

?ref_src=twsrc%5Etfw">August 11, 2024


অন্যদিকে, টোকিওতে সোনা এবং প্যারিসে রূপো জিতে দেশের অন্যতম সেরা অ্যাথলিট হয়ে উঠেছেন নীরজ চোপড়া। রবিবার অলিম্পিক শেষ হলেও এখনও স্পটলাইটের তলায় দুই অ্যাথলিট। অলিম্পিকের শেষে কথা বলতে দেখা যায় নীরজ এবং মানুকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করেছেন নেটিজেনরা। একটি ভিডিওতে দেখা যায় নীরজ এবং মানু কথা বলছেন।


?ref_src=twsrc%5Etfw">August 11, 2024



মানু ভাকেরের মা এসে দুজনের ছবি তুলে দিচ্ছেন একসঙ্গে। অন্য একটি ভিডিওতে দেখা যায় মানু ভাকেরের মা কথা বলছেন নীরজের সঙ্গে। নেটিজেনদের অনেকের মতে, নীরজ এবং মানু এমনভাবে দুজন দুজনের সঙ্গে কথা বলছেন যেন তাঁদের একে অপরের প্রতি ক্রাশ রয়েছে। অনেকের মতে, মানু ভাকেরের মা নীরজকে তাঁর মেয়ের সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলছেন। মোটের ওপর, দুই অ্যাথলিটই বর্তমানে গোটা স্পটলাইট কেড়ে নিয়েছেন দেশবাসীর।