
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি,২৯ জুলাই: জেলা ছাড়াও অন্যান্য জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে! চরম পর্যায়ে খারাপ হয়ে গেছে! সোমবার হুগলির জেলাশাসকের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা ব্যানার্জি। সম্প্রতি হুগলি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে এক দিনে সিজার হওয়ার পরেই পাঁচ প্রসূতির অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে। চার প্রসূতিকে স্থানান্তর করা হয় কলকাতার হাসপাতালে। পরে আর জি কর হাসপাতালে এক প্রসূতির মৃত্যু হয়। ঘটনায় জেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শোরগোল পড়ে যায়। এই ঘটনার তদন্তে স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ টিম আসে জেলা হাসপাতালে। ঘটনার যাবতীয় কারণ খতিয়ে দেখে রিপোর্ট দাখিল করেন স্বাস্থ্য ভবনে। এদিন তাঁর সাংসদ এলাকার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে হুগলি জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন সাংসদ রচনা ব্যানার্জি। তাঁর সংসদ এলাকায় কি কি কাজ করার আছে তা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রচনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়ে জানান। জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা একটা বড় ব্যাপার, এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দরকার রয়েছে। হুগলি জেলার চুঁচুড়া পাণ্ডুয়া সর্বত্রই। এমনকি অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা চরম পর্যায় খারাপ হয়ে গেছে। শুধু স্বাস্থ্য ব্যবস্থা বা পরিকাঠামো নয়, স্যানেটাইজেশানটাও খুবই গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। রোগীদের যাতে ভাল পরিষেবা দেওয়া যায় সেটা একটা বড় বিষয়। আমি সবেমাত্র এসেছি। কিছুই যে হয়নি, এতদিন আমার কাছে সেটা ক্লিয়ার ছিল না। আমি এমন একটা জায়গায় এসে পড়েছি যেন মনে হচ্ছে পৃথিবী জয় করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে। আমি খুব তাড়াতাড়ি সব হাসপাতালগুলো ভিজিট করব। এর আগে আমি ধনিয়াখালি হাসপাতালে গিয়েছিলাম। প্রত্যেকটা বড় হাসপাতালে আমি যাব। গিয়ে দেখব সেখানে কি অবস্থায় আছে। কেন হচ্ছে না, কি হচ্ছে না, আমি সব ব্যবস্থা করব।’
হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ হবে। এমনি হুট করে হকার উচ্ছেদ করা হবে না। আমার মনে হয় চুঁচুড়ার বিধায়কের উচিত দিদির সঙ্গে কথা বলা। হকার উচ্ছেদের কথা দিদি বলেননি। তিনি বলেছেন তাদের যাতে অন্য জায়গা দেওয়া হয়। যাতে সাধারণ মানুষ পথ চলতে পারে। যানবাহনের পাশ দিয়ে মানুষকে যেতে না হয়। রাস্তা দিয়ে গাড়ি চলবে ফুটপাত দিয়ে মানুষ চলবে। যারা ফুটপাতে দোকান করেছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা। সেটা শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের জন্যই হবে।’
রচনা আরও জানান, হুগলির জন্য কোন বিষয়গুলো সংসদে তোলা যায়, এটা নিয়ে এদিন মূলত আলোচনা হয়েছে। বলাগড়ের ভাঙন প্রসঙ্গে সংসদে বলবেন বলে জানিয়েছেন রচনা। তিনি বলেছেন, চুঁচুড়া শহরে ইনডোর স্টেডিয়াম আছে, সেটা মাথায় রেখে সোলার প্যানেল বসানো হবে। এছাড়া অন্য খেলার মাঠগুলো রয়েছে সেখানে স্টেডিয়ামের ব্যবস্থা নিয়ে কথাবার্তা হয়েছে। মিটিং করে আলোচনা করে কাজ শুরু করতে হবে বলে জানান রচনা।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে