
সোমবার ০৫ মে ২০২৫
সুজয়-কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের প্রথম ছবি ছিল ‘বব বিশ্বাস’। সুজয় ঘোষের ‘কহানি’র প্রায় এক দশক পরে, ওটিটির পর্দায় ‘বব বিশ্বাস’-এর দেখা পাওয়া গিয়েছিল। ‘বব বিশ্বাস’ ছবিটির কেন্দ্রে রয়েছে ববের জীবনবোধের সঙ্কট অর্থাৎ এগজিস্টেনশিয়াল ক্রাইসিস। তাঁর সঙ্গে কালীদার (পরান বন্দ্যোপাধ্যায়) দৃশ্যগুলি ছবির অন্যতম আকর্ষণীয় দিক। চরিত্র হিসেবে কালীদা বহুমুখী। আধো হিন্দি-বাংলা মেশানো লব্জ যে কত সুন্দর করে বলা যায়, তা পরানের মুখে না শুনলে উপভোগ করা যায় না! এ ছবিতে চরিত্র হিসেবে অভিষেক ‘বব’ বচ্চন সমালোচকের প্রশংসা কুড়িয়েছিলেন তবে স্পটলাইটের অনেকটাই শুষে নিয়েছিলেন কালীদা! জনতামহলে দাবি উঠেছিল, ‘কহানি’ থেকে যেমন বব বিশ্বাসকে নিয়ে স্পিন-অফ হয়েছে, তেমন কালীদা-কে নিয়েই হোক!
এক মিনিট! দেরি হল, তবে তিনি শুনলেন। এবং জবাবও দিলেন। তিনি, ‘কহানি’র পরিচালক তথা বব বিশ্বাস-এর গল্পকার তথা চিত্রনাট্যকার সুজয় ঘোষ। আজকাল ডট ইন-কে একান্ত সাক্ষাৎকারে তিনি জোর গলায় জানিয়েছেন কালীদা -কে নিয়ে তিনি স্পিন-অফ করবেন। এবং সেই ছবি দিয়া অন্নপূর্ণা নয়, নিজেই পরিচালনা করবেন সুজয়! আজকাল ডট ইন-এর তরফেই এ খবর শুনলেন পরান বন্দ্যোপাধ্যায়। শুনে একইসঙ্গে অবাক ও খুশি।
পরান বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আনন্দের কথা। সুজয় যদি করে, খুব খুশিই হব। আর কালীদা চরিত্রটাই তো একটু অন্য ধরনের। আমার নিজেরও খুব প্রিয় চরিত্র একটা মুখোশ পরা চরিত্র। সত্যিকারের চামড়া দিয়ে মুখ যেমন তৈরি হয়, কালীদার 'মুখোশ'টাও ওরকম...তাই দর্শক কালীদাকে নিয়ে সবসময় দোলাচলে থেকেছেন এই ভেবে যে মানুষটা আলোর না কি অন্ধকারের?”
খানিক থেমে বর্ষীয়ান অভিনেতা ফের বলে ওঠেন, “কালীদার তো একটা ইতিহাস আছে। সেটা কিন্তু কম সাংঘাতিক নয়। ওঁর একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান রয়েছে। ক্রেতারা আসে, যার যেমন 'ওষুধ' প্রয়োজন সেটা কালীদা তাঁকে দেয়।” তাঁর আরও সংযোজন, “যেদিন শরীর সাড়া দেবে, চোখে অল্প হলেও দেখতে পাচ্ছি, অভিনয় করে যাব। কাজ করে যাব।” কিন্তু একটি শর্তও দিলেন পরান বন্দ্যোপাধ্যায়। হেসে বলে ওঠেন, “আমার যা শরীরের অবস্থা, কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে শুটিং হলে বিন্দুমাত্র অসুবিধে নেই। খুব দূরে হলে পারব বলে মনে হয় না। তাই আমাকে নিয়ে যদি এই ছবি করতে হয়, এটাই আমার একমাত্র শর্ত, অনুরোধ।”
‘কালীদা’কে তো পরান বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ চেনেন না। যদি তিনি সুযোগ পেতেন ‘কালীদা’কে কিছু জিজ্ঞেস করার কী প্রশ্ন করতেন? ঝটিতে নিজস্ব ছন্দে বর্ষীয়ান অভিনেতার জবাব – “আমাকে তোমার দু’নম্বর ওষুধটা দিও কালীদা। যাতে এই পৃথিবীতে আরও কয়েকদিন বেঁচে থাকতে পারি!”
Breaking: পরান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘কালীদা’র স্পিন-অফ পরিচালনা করবই, এখনই বলে দিচ্ছি!
ধারাবাহিকে নয়, রিয়্যালিটি শো নিয়ে ফিরছেন রণিতা! কবে থেকে অভিনেত্রীকে দেখা যাবে নতুন ভূমিকায়?
ভ্যাম্পায়ার প্রেমে ডুবে আয়ুষ্মান-রাশ্মিকা, ‘থামা’র জমাটি রহস্যর মধ্যে এবার আসছেন নওয়াজ?
'অনুরাগের ছোঁয়া'তে কি আবার ফিরছে 'মিশকা'? মা হওয়ার আগে কাজে ফেরা নিয়ে কী বললেন অহনা দত্ত?
মেয়ে ১৬ পেরোতেই নিজের সঙ্গে খেলতে 'সেক্স টয়' উপহার? বিতর্কে জড়ালেন বলি অভিনেত্রী গৌতমী কাপুর
Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ
‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের
হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?
‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!
‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?
এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার
'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে
শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?
বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?
হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?