মিল্টন সেন, হুগলি,২৯ জুলাই: জেলা হাসপাতাল পরিদর্শনে গিয়ে কড়া বার্তা হুগলির সাংসদের। হাসপাতাল সুপারকে সতর্ক করে বলেন, হাসপাতালে কুকুর ছাগল যেন না ঘোরে। ঝাঁ চকচকে যেন হয়ে যায় গোটা হাসপাতাল। একইসঙ্গে অব্যবস্থা নজরে পড়লেই সেটা নিজের মোবাইলে ছবিও তুলে রাখলেন সাংসদ। সোমবার হুগলি জেলাশাসকের সঙ্গে তাঁর সাংসদ এলাকার উন্নয়নে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করেন।



তারপরই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর হয়ে ইমামবাড়া জেলা হাসপাতাল পরিদর্শনে চলে যান। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। প্রসূতি বিভাগে প্রসূতিদের পাশেই ভাঙা মেশিন প্লাস্টিকের প্যাকেট বাক্স পড়ে থাকায় নিজের মোবাইল বের করে ছবি তোলেন। সাংসদ দেখেন, সদ্যোজাতদের রাখা হয়েছে এসএনসিইউতে। আর মায়েরা হাসপাতালের মেঝেতে শুয়ে আছেন, অস্বাস্থ্যকর জায়গায়। এই দেখে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলকে বলেন, মায়েরা মেঝেতে শুয়ে আছে, তাদেরকে বেড দেওয়া যায় না? এটা আমি আশা করিনি। এতদিন কে ছিল আমার জানার দরকার নেই। এখন রচনা ব্যানার্জি এখানে এসেছে। হাসপাতালের চিত্র যেন পাল্টে যায়। হাসপাতালে যেন কুকুর ছাগল না ঘোরে। ঝাঁ চকচকে হয়ে যায়। আমি ছবি তুলে রাখলাম। হাসপাতালে চেহারা যেন পাল্টে যায়। তারপর আপনাদের কি প্রয়োজন সেটা বলবেন, রচনা আপনাদের পাশে থাকবে।


ছবি:‌ পার্থ রাহা